• বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে বাংলায় বাস, গ্রেপ্তার বেলডাঙার ইমাম
    প্রতিদিন | ১৭ মে ২০২৫
  • কল্যাণ চন্দ্র ও বিক্রম রায়: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বেলডাঙার এক ইমাম। শুক্রবার বাংলাদেশ সীমান্ত পেরনোর সময় গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। তবে জেরায় স্বীকার করেছে, বেআইনিভাবে আধার, প্যান কার্ড এবং ব্যাঙ্কের পাশবুক তৈরি করেছিল সে।

    বিএসএফ সূত্রে খবর, ধৃত সেলিম আনসারি বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে। সে ভারতে এসে আধার কার্ড ,প্যান কার্ড, ব্যাঙ্কের পাশবই এবং একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে। মুর্শিদাবাদের বেলডাঙার মকরামপুর মসজিদে প্রায় ১৭-১৮ মাস ধরে ইমাম ছিল সে। প্রতিবেশীদের কাছে নিজেকে বিহারের বাসিন্দা বলে জানিয়েছিল। তার কথা শুনেও কেউ বুঝতে পারেনি বা কোন সন্দেহ হয়নি। ভারতীয় আধার কার্ড দেখিয়ে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল সেলিম। সেই ভাড়া বাড়িতে তার মা রয়েছে। তিনি আবার এলাকার একটি শিশুশিক্ষা কেন্দ্রের কর্মী ছিলেন। গত ২০২০ সাল থেকে বেলডাঙার একটি মসজিদে ইমাম হিসেবে কাজ করছিল সেলিম। এছাড়া সে জামাকাপড় সেলাইয়ের কাজ করত বলেও পরিচিত ছিল।

    বাংলাদেশে এখনও সেলিমের পরিবারের বেশ কয়েকজন রয়েছে। তাঁদের সঙ্গে দেখা করতে তাই বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল সেলিমের। প্রতিবেশীদের সেলিম জানায়, বিহার যাবে বলে ১২ দিন আগে বিহার থেকে বেরয় সে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ যাবে বলে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে পৌঁছয়। সেখানে বেআইনিভাবে কাঁটাতার পারাপার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সে। তদন্তকারীদের স্ক্যানারে ওই ১২ দিন। প্রশ্ন উঠছে, এই ক’দিন সেলিম আনসারি কোথায় ছিল? পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জোগাড়ের চেষ্টা করছে। এখন তদন্তকারীদের কাছে এ বিষয়ে কিছুই জানায়নি অভিযুক্ত।
  • Link to this news (প্রতিদিন)