• বাগবাজারে নির্মীয়মাণ বহুতল থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
    প্রতিদিন | ১৭ মে ২০২৫
  • নিরুফা খাতুন: খাস কলকাতায় ফের রহস্যমৃত্যু। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলের নিচতলা থেকে এক ব্যক্তি অর্ধদগ্ধ দেহ উদ্ধার। খুন নাকি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা যুক্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

    শনিবার ঘড়ির কাঁটায় সকাল ৯টা ২৫ মিনিট। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির দেহ আধপোড়া অবস্থায় দেখেন স্থানীয়রা। তখনও ওই ব্যক্তির দেহের আশপাশ থেকে ধোঁয়া বেরচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টায় খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। দিনেদুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল এলাকায়। 

    এর আগে শুক্রবার দুপুরে দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগর এলাকায় প্রায় একই ঘটনা ঘটে। সেখানে বস্তাবন্দি অবস্থায় মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের পর প্রমাণ লোপাটের জন্য বস্তাবন্দি দেহ ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ওই তরুণীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
  • Link to this news (প্রতিদিন)