নন্দন দত্ত, সিউড়ি: সাংগঠনিক রদবদলের পর দায়িত্ব পেয়েই বৈঠকে বসতে চলেছে বীরভূমে তৃণমূলের কোর কমিটি। রবিবার বোলপুরে এই বৈঠকের ডাক দিলেন জেলা কোর কমিটির চেয়ারম্যান তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ বোলপুরে জেলার দলীয় কার্যালয়ে হবে বৈঠক। নবগঠিত কোর কমিটির প্রত্যেক সদস্যকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে বৈঠকের কথা জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে আলাদাভাবে কথাও বলে জানিয়েছেন তিনি। রবিবারের বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ থাকবেন বলে জানালেন চেয়ারম্যান।
গত দেড় মাসে ধরে কোনও বৈঠক করেনি বীরভূমের তৃণমূলের কোর কমিটি। ১৯ এপ্রিল সিউড়িতে কোর কমিটির বৈঠক বসার কথা ছিল। কিন্তু তৎকালীন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী আনুষ্ঠানিকভাবে সেই বৈঠক ডাকেননি। তাই বৈঠক হয়নি। এবার শুক্রবার তৃণমূলে সাংগঠনিক রদবদলেও বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। বাদ পড়েছেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি এখন কেবলমাত্র কোর কমিটির সদস্য। সাতজনকে নিয়ে তৈরি কোর কমিটিতে আমন্ত্রিত সদস্য দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। শুক্রবার এই দায়িত্ব পেয়েই কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বৈঠকের ডাক দিলেন। রবিবার বোলপুরের পার্টি অফিসে এই বৈঠক। কাজল শেখ ও অনুব্রত মণ্ডল দু’জনেই কোর কমিটির বৈঠক, তাই দু’জনেরই বৈঠকে থাকবেন বলে আশা করেন আশিস বন্দ্যোপাধ্যায়।
কী আলোচনা হতে চলেছে কোর কমিটির বৈঠকে? আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এতদিন যেভাবে সংগঠন চলছিল, যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ভিত্তিতেই আলোচনা হবে। এবার থেকে মাসে দু’দিন করে মহকুমাভিত্তিক কোর কমিটির বৈঠক হবে। দলের নির্দেশ মেনে বৈঠক ডাকার দায়িত্ব এখন থেকে আশিসবাবুরই। আগের সূচি অনুযায়ী, পরবর্তী বৈঠক হওয়ার কথা সিউড়িতে। কিন্তু রবিবার তা হবে বোলপুরে। জানা যাচ্ছে, ওইদিন বোলপুর পুরসভার এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিউড়িতে বৈঠক হলে দুপুরের মধ্যে বোলপুর ফিরে আসা সম্ভব নয় সদস্যদের। তাই তাঁদেরই অনুরোধে বোলপুরে কোর কমিটির বৈঠক ডাকা হল।