অর্ণব আইচ: বেআইনিভাবে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ। সেই তদন্তে নেমে ইডির জালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত সিএমডি। শুক্রবার দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার কলকাতায় এনে আদালতে তোলা হয়েছে।
অভিযোগ, স্টিল ও সিমেন্ট প্রস্তুতকারক সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেখাকে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়া হয়। সেই ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি ও কাগজপত্র পরীক্ষাও করা হয়নি। কার্যত অবৈধভাবে এই বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব?্যাঙ্কের অবসরপ্রাপ্ত সিএমডি সুবোধ কুমার গোয়েলকে। ইডির দাবি, ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে ন?্যূনতম নিয়ম মানতে হয়, তা তিনি মানেননি।
ইডির তদন্তে জানা গিয়েছে,সিমেন্ট ও স্টিল প্রস্তুতকারী সংস্থাকে ১৪০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই সংস্থার কর্ণধার একাধিক বেনামি সংস্থা খুলে সেই টাকা সরিয়ে ফেলেছিলেন। পুরো বিষয়টা জানতেন তৎকালীন সিএমডি। বিপুল অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে সিএমডি হওয়ার সুবাদে তিনিও লাভবান হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ইডির জালে অবসরপ্রাপ্ত সিএমডি। তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে তদন্তকারী সংস্থা। জেরা করে এই জালিয়াতির সঙ্গে আর কারা যুক্ত তা জানার চেষ্টা করা হবে।