• ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে রবীন্দ্রনাথ! গোলাপ বিলি করে দিলেন শান্তির বার্তা
    প্রতিদিন | ১৭ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকাশ ভবনের সামনে ‘যোগ্য’ চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে। শনিবার সকালে তাঁদের মঞ্চে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর।আইএনটিইউসির সেবাদলের তরফে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানাতে এই অভিনব উদ্যোগ। বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দেন।

    প্রতীকী রবীন্দ্রনাথ বলেন, “পুলিশের আচরণকে সমর্থন করি না। শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে অভিনব আয়োজন। বাংলা মানেই শান্তি, সম্প্রীতি। এটা পুলিশেরও মনে রাখা উচিত।” এদিন চাকরিহারাদের অবস্থান মঞ্চে যোগ দেওয়ার কথা পড়ুয়াদের একাংশেরও। চাকরিহারা শিক্ষকদের দাবি, অবিলম্বে শিক্ষামন্ত্রীকে অবস্থান মঞ্চে আসতে হবে। রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। তারপর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন তাঁরা।

    এদিকে, বিকাশ ভবনে তাণ্ডবের জেরে এক অন্তঃসত্ত্বা সরকারি আধিকারিক আটকে পড়ার অভিযোগ অস্বীকার করেছেন চাকরিহারারা। অন্তঃসত্ত্বা ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথোপকথনের অডিও প্রকাশ করেন আন্দোলনকারীরা। চাকরিহারা শিক্ষকরা বলেন, “বৃহস্পতিবার সন্ধেয় কোনও অন্তঃসত্ত্বাকে আটকানো হয়নি। পুলিশই দরজা বন্ধ করে দেয়। অন্তঃসত্ত্বার দিদি ফোন করে জানান। জানার পর তাঁকে বের করার সবরকম চেষ্টা করা হয়।” যদিও শেষমেশ পুলিশের চেষ্টাতেই তাঁকে বিকাশ ভবন থেকে উদ্ধার করা হয়।

    প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। হাজারও টানাপোড়েনের পর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।
  • Link to this news (প্রতিদিন)