• কলকাতায় আবার আগুন, মিন্টো পার্কে বহুতলের ৬ তলায় লড়ছে দমকল
    হিন্দুস্তান টাইমস | ১৭ মে ২০২৫
  • কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার বিকেল ৩টে নাগাদ কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের ওপর মিন্টো পার্কে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ছয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করে ওই তলে থাকা ৩টি এসি মেশিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    বহুতলের এক কর্মী জানিয়েছেন, বিকেল ৩টে নাগাদ বহুতলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ঢেকে যায় গোটা বহুতল। এর পর সিঁড়ি বেয়ে নীচে নামতে শুরু করেন বহুতলের কর্মীরা। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা এব্যাপারে তাদের সহযোগিতা করেন। ওদিকে বহুতলের ৫ তলায় আগুন লাগায় নীচের ফুটপাথ খালি করে দেওয়া হয়। দমকলের কর্মীরা এজেসি বোস উড়ালপুল থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকেই এই আগুন। তবে তদন্ত না করে আগুনের কারণ জানানো সম্ভব নয় বলে জানিয়েছে দমকল।

    এই ঘটনার জেরে শনিবার দুপুরে মিন্টো পার্ক এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য লড়াই চালাচ্ছে দমকল। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)