• 'পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে থাকলে সেই চাকরি চলে যাওয়ার কষ্ট বুঝতেন ফিরহাদ'
    হিন্দুস্তান টাইমস | ১৭ মে ২০২৫
  • চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে ‘নাটক’ বলায় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার বিকেলে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে অন্যের চুরির জন্য সেই চাকরি যাওয়ার বিপর্যয় ফিরহাদ হাকিম বুঝবেন না।

    এদিন সুকান্তবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমদের চুরির জন্য যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে তারা এই আন্দোলনের সংবেদনশীলতা বুঝবেন না। ফিরহাদ হাকিম সাহেব যদি কোনও দিন কোনও পরীক্ষা দিয়ে চাকরি পেতেন তাহলে উনি বুঝতে পারতেন SSCর মতো একটা পরীক্ষা দেওয়া কতটা কঠিন। সেই চাকরি যদি চলে যায় তাও আবার অন্য কারও চুরির জন্য তাহলে মুখ্যমন্ত্রী ও তাঁর দলবদল, ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারতেন। তারা বুঝতে পারছেন না, তাঁরাই নাটকটা করছেন। ওনাদের যদি সত্যিই মনে হয় এটা নাটক, সেই নাটক বন্ধ করার অস্ত্র তো তাদের হাতে ছিল। সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা না দিয়ে DIএর কাছে তালিকা পাঠাচ্ছে, এই নাটকটা করার কী দরকার ছিল? সুপ্রিম কোর্টে যোগ্য – অযোগ্যের তালিকা দিয়ে দিলেই কোনও নাটক হত না। বিকাশ ভবনের সামনে গিয়ে কেউ বসত না। কেউ টিভিতে মুখ দেখানোর সুযোগ পেত না। চুরি করবেন আপনারা, রাহাজানি করবেন আপনারা। মানুষের টাকা লুঠ করবেন আপনারা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন আপনারা। আর জনগণকে বলবেন আপনারা নাটক করছেন। এই নাটক বন্ধ করুন।’

    এদিন চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘বিকাশ ভবনে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না। সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টই বদলাতে পারে। এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সঙ্গে দেখছি। যারা অনিশ্চয়তায় রয়েছে নিশ্চিতভাবে তাদের পাশে আছি। কিন্তু যারা এদের প্ররোচিত করেছে, তাদের ফাঁদে আবার পা দিয়ে তারা নাটক করছে। এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষের বাড়িতে অ্যাম্বুল্যান্স যাবে না? পাড়ার মানুষের অ্যাম্বুল্যান্স যাবে না? পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)