• কত দিনে মেটাতে হবে ডিএ? সুপ্রিম কোর্টের অর্ডার কপি পড়ে দেখল এই সময় অনলাইন
    এই সময় | ১৭ মে ২০২৫
  • সরকারি কর্মীদের ডিএ নিয়ে শুক্রবারই বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলার নিষ্পত্তি হওয়ার আগে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেওয়া হয়। শনিবার সুপ্রিম কোর্টের অর্ডার প্রকাশিত হয়েছে। কী রয়েছে সেই অর্ডার কপিতে? কী নির্দেশ দেওয়া রয়েছে? পড়ে দেখল এই সময় অনলাইন।

    সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র (মহার্ঘ্য ভাতা) অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। আগামী ছয় সপ্তাহের মধ্যে সেই টাকা মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

    অর্ডার কপিতে বলা হয়েছে —

    ১. রাজ্যের উচিত আজ (১৬.০৫.২০২৫) থেকে ছয় সপ্তাহের মধ্যে, সরকারি কর্মচারীদের কমপক্ষে ২৫% ডিএ দিয়ে দেওয়া।

    ২.মহার্ঘ্য ভাতা পাওয়া মৌলিক অধিকার কি না, তা আদালত বিচার করবে। আমরা তা করব। তবে, আমাদের মতে সরকারি কর্মচারীরা প্রাপ্য অর্থ পাওয়ার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারেন না।

    ৩. ডিএ সংক্রান্ত মামলায় সব পক্ষকে তাদের বক্তব্য আগামী ৪ সপ্তাহের মধ্যে জানাতে হবে। আগামী ৪ অগস্ট, ২০২৫ তারিখে এই মামলার পরবর্তী শুনানি হবে।

    রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি ছিল, কেন্দ্রের সমতুল  ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে ১৮ শতাংশ ডিএ পান। এর আগে ১৪ শতাংশ করে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা। গত বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়। সেই ডিএ কার্যকর করা হয় এপ্রিল থেকে।

    ২০২২ সালের ২০ মে হাই কোর্ট কেন্দ্রের সমতুল ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এর আগে প্রায় ১৮ বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল।

  • Link to this news (এই সময়)