• শিক্ষক সংকটে নিজেদের স্কুলেই ভর্তি হতে পারছে না পড়ুয়ারা, বিক্ষোভ
    এই সময় | ১৭ মে ২০২৫
  • স্কুলে স্কুলে শিক্ষক সংকট। মাধ্যমিক পাশ করেও একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পারায় বিপাকে পড়ুয়ারা। প্রতিবাদে শনিবার স্কুলের সামনে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। ঘটনাটি মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি বাতিল হয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকের চাকরি। তার পর থেকেই বিভিন্ন স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মীর সংকট।

    জানা গিয়েছে, চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মেধার ভিত্তিতে মেরিট লিষ্ট প্রকাশিত হয়েছে। কিন্তু সেই লিষ্টে বহিরাগতরা ঠাই পেলেও স্কুলের অনেক ছাত্রছাত্রী সুযোগ পাচ্ছে না। কারণ শিক্ষকের সংকট। এমনকী অন্য স্কুলেও ভর্তি হতে হতে পারছে না তারা।

    বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, তারা যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে, সেই স্কুলই ভর্তি নিতে চাইছে না। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ।

    স্কুলের পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ ডালমিয়া বলেন, ‘ভর্তির ক্ষেত্রে নিজের স্কুলের ছাত্রদের অবশ্যই অগ্রাধিকার রয়েছে। স্কুলে শিক্ষক সঙ্কটও রয়েছে। ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে স্কুলে আলোচনা করা হবে।’

    জিষ্ণু প্রামাণিক নামে এক পড়ুয়া জানিয়েছে, ‘আমরা ছ'বছর ধরে এই স্কুলে পড়েছি। আমি ৭৫ শতাংশ নম্বর পেয়েছি। তার পরেও স্কুলের শিক্ষকরা বলছেন অন্য স্কুলে ভর্তি হতে।’

  • Link to this news (এই সময়)