• রোমি-সুদেষ্ণাদের খুনের ঘটনায় এ বার গ্রেপ্তার প্রণয়
    এই সময় | ১৭ মে ২০২৫
  • ট্যাংরায় দে পরিবারের তিন সদস্য খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হলো দে পরিবারের বড় ছেলে প্রণয় দেকে। শনিবার এনআরএস হাসপাতাল থেকে ছাড়া হয় প্রণয়কে। তার পরই তাঁকে গ্রেপ্তার করে ট্যাংরা থানার পুলিশ। গ্রেপ্তারের পর শিয়ালদহ আদালতে পেশ করা হয় তাঁকে। ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল দে পরিবারের আরেক ছেলে প্রসূন দেকে।

    গত ১৯ ফেব্রুয়ারি ট্যাংরায় ২১সি অতুল শূর রোডের একই পরিবারের তিন জনের মৃত্যু হয়। দে পরিবারের দুই বৌ ও এক মেয়ে— সুদেষ্ণা দে, রোমি দে ও প্রিয়ংবদা দে-র মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যজুড়ে। তাঁদের দেহ উদ্ধারের পর দেখা যায়, কারও হাতের শিরা কাটা, কারও গলায় ক্ষত, কারও মুখ দিয়ে বেরিয়ে এসেছিল গ্যাজলা।

    সে দিন অভিষিক্তা মোড়ে একটি পথদুর্ঘটনা ঘটেছিল। তাতে দুই ভাই প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয়ের নাবালক ছেলে জখম হন। সেই ঘটনার সূত্র ধরেই বেরিয়ে আসে তিন নারীর মৃত্যুর খবর। সুদেষ্ণা, রোমি দে পরিবারের বধূ, প্রিয়ংবদা প্রসূন ও রোমির মেয়ে।

    প্রাথমিক ভাবে খাদ্যে বিষক্রিয়া, পায়েসে বিষের মতো তত্ত্ব উঠে এলেও, পরে দেখা গিয়েছে, এ কোনও সাধারণ মৃত্যু নয়। বরং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে তিন জনকে। তদন্তে উঠে আসে, ব্যবসায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন দুই ভাই। তার পরই পরিবারের সকলে আত্মহত্যার পরিকল্পনা করেন।

    এর আগে পুলিশি জেরায় প্রসূনের দাদা প্রণয় জানিয়েছিলেন, সুদেষ্ণা, রোমি ও প্রিয়ংবদাকে খুন করেন প্রসূনই। এমনকী প্রসূনও নিজে সে কথা স্বীকার করেন বলেই সূত্রের খবর। তবে এই সাংঘাতিক ঘটনায় দুই ভাই-ই যে যুক্ত, তার প্রমাণ পেয়েছে পুলিশ। আপাতত দুই ভাই-ই পুলিশের জালে।

  • Link to this news (এই সময়)