• বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে? একাধিক জেলায় জারি কমলা সতর্কতা
    এই সময় | ১৮ মে ২০২৫
  • ভ্যাপসা গরমে তিতিবিরক্ত রাজ্যবাসী। বেলা বাড়লে কর্মস্থল বা বাড়ির বাইরে পা রাখতেই চাইছেন না অনেকে। রাত বাড়লে আদ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। ঘর্মাক্ত পরিবেশ থেকে এ বার মুক্তি মেলার পালা? আগামী কয়েক ঘণ্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও

    জানা যাচ্ছ, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। যা বিস্তৃত পূর্ব বাংলাদেশ পর্যন্ত। ফলে বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে ঢুকছে জলীয় বাষ্প। যে কারণে রাজ্যের গাঙ্গেয় উপকূল অঞ্চল-সহ বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুরে শনিবার রাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ হতে পারে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা।

    রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-এ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ১৯ ও ২০ তারিখ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

    রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী, সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই কমবেশি বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। 

  • Link to this news (এই সময়)