• মিছিল তৃণমূলের, স্লোগান উঠল ‘লাল সেলাম’, জোর তরজা হুগলিতে
    এই সময় | ১৮ মে ২০২৫
  • অপারেশন সিঁদুর এবং পরবর্তীকালে ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে সম্মান জানিয়ে এবং সংঘর্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’দিন ব্যাপী কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। শনি ও রবিবার রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে এই কর্মসূচি পালন করছে তৃণমূল কর্মীরা। হুগলিতে সেরকমই একটি মিছিল থেকে শোনা গেল ‘লাল সেলাম’ স্লোগান। তৃণমূল কংগ্রেসের আয়োজিত মিছিলে হঠাৎ কেন এই স্লোগান? শুরু রাজনৈতিক বাদানুবাদ। 

    ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে দেশ জুড়ে ‘তেরঙ্গা যাত্রা’ করছে বিজেপি। তৃণমূলের তরফেও জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়েছে দিনভর। এ দিন বিকেলে চুঁচুড়া খাদিনা মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল। মিছিলে দলীয় কোনও পতাকা ছিল না।

    মিছিলের মাঝেই নানারকম স্লোগান চলতে থাকে। এর মাঝেই মাইকে বলতে শোনা যায়, ‘শহিদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সেলাম।’ সাধারণত, বামপন্থীদের মিছিলে ‘লাল সেলাম’ স্লোগান দেওয়া হয় কর্মী, সমর্থকদের তরফে। হঠাৎ কেন এই বিভ্রান্তি?

    তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষের বিশাল মিছিল হয়েছে। আমাদের দলের মিছিল হলেও দলের কোনও পতাকা ছিল না। সাধারণ মানুষকেও আহ্বান  করেছিলাম। আমাদের মিছিলে সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ যদি লাল সেলাম বলতেই পারে। বামপন্থী মানুষও যদি আমাদের এটাকে সমর্থন করেন, এটা তো আনন্দের কথা।’

    তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ‘তৃণমূল লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছে। আমরা বলি ভারত মাতার জয়। গৈরিক অভিনন্দন। আর ওঁরা বলছেন লাল সেলাম। তা হলে ধরে নিতে হবে, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিএমের একটা গোপন আঁতাত রয়েছে। তাই সিপিএমের লাল সেলাম স্লোগান তৃণমূলের মিছিল শোনা যাচ্ছে।’

    বিষয়টি নিয়ে এসএফআইয়ের হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন, ‘লাল সেলাম শব্দের মানে তৃণমূল বা বিজেপি বোঝে না। এটা আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল এবং বিজেপির একটা চক্রান্ত। লাল সেলাম শব্দটা এত ঠুনকো নয়।’ 

  • Link to this news (এই সময়)