হাকিমপুর সীমান্তে বিএসএফের বড় সাফল্য, সোনার বিস্কুট সহ ধৃত দুই পাচারকারী...
আজকাল | ১৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকিতে বিএসএফের তৎপরতায় রুখে দেওয়া গেল সোনার পাচারচেষ্টা। শুক্রবার, ১৬ই মে, সকালে বিশেষ অভিযানে ১.১৬৭ কেজি ওজনের মোট ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১.১১ কোটি টাকা।
বিএসএফ সূত্রে জানা গেছে, পাচারচেষ্টার আগে থেকেই গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হাকিমপুর পোস্টে সতর্কতা জারি করা হয়। সকাল প্রায় ১০.৩০টা নাগাদ হাকিমপুর উত্তরপাড়া গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গেই বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করে তল্লাশি চালান। তখনই উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দুই ব্যক্তি জানায়, তারা স্থানীয় বাসিন্দা এবং গ্রামেরই আরেক ব্যক্তির কাছে এই সোনা পৌঁছে দেওয়ার নির্দেশ পেয়েছিল। এর বিনিময়ে তাঁদের ২,৮০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
বিএসএফ ধৃতদের কাছ থেকে সোনা বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
সীমান্তে বিএসএফের এই সাফল্য পাচারচক্র ভাঙতে বড় পদক্ষেপ বলেই মনে করছেন আধিকারিকেরা।