• ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে চুঁচুড়ায় পদযাত্রা, পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানাল তৃণমূল...
    আজকাল | ১৮ মে ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: ভারতের বীর সেনাদের স্যালুট জানালেন চুঁচুড়ার কয়েক হাজার মানুষ। চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের তরফে আজ পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে পাক জঙ্গিরা। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেই হত্যাকাণ্ডের বদলাও নিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। তারপরই ভারতের সীমান্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাকে সফলভাবে প্রতিহত করে ভারত। 

    শনিবার বিকেলে, ভারতের সেই বীর সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল পদযাত্রা। জাতীয় পতাকা হাতে সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন তৃণমূলের কয়েক হাজার কর্মী-সমর্থক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া খাদিনা মোর থেকে শুরু হয় পদযাত্রা। 

    মিছিল থেকে পাকিস্তানকে ধিক্কার জানিয়ে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে। একইসঙ্গে পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, ভারতীয় সেনাকে কুর্নিশ জানানো হয়। এদিন বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি করা হচ্ছে। মূল উদ্দেশ্য, ভারতীয় সেনাকে অভিনন্দন জানানো এবং পাকিস্তানকে ধিক্কার জানানো। 

    পদযাত্রা শেষে জঙ্গি হামলায় পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এই মিছিল থেকে একটাই বার্তা তুলে ধরা হয়েছে, দল-মত নির্বিশেষে সকল ভারতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। জঙ্গি কার্যকলাপ নির্মূল করতে সকলেই ভারতীয় সেনার পাশে রয়েছে। ব্যান্ডেল মোড়ে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানানো হয়। বিধায়কের পাশাপাশি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টাউন, পুরসভা, গ্রাম পঞ্চায়েত নেতৃত্বরাও। পদযাত্রায় সামিল হয়েছিলেন হুগলি চুঁচুড়া পুরসভা এবং বিভিন্ন পঞ্চায়েতের তৃণমূল কর্মী-সমর্থকরা।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)