হাতে আর ২ ঘণ্টা, ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা সহ ৫ জেলায়, কমলা সতর্কতা জারি ...
আজকাল | ১৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তীব্র দাবদাহ থেকে রেহাই পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শনিবার রাতেই ঝেঁপে বৃষ্টি নামবে পাঁচ জেলায়। সঙ্গে তুমুল ঝড় ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগেভাগেই বিরাট অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর।
মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।
পাশাপাশি শনিবার রাতেই নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
যদিও শনিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় হালকা ঝড়বৃষ্টি হয়েছে। রবিবারেও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই চলছে ঝড়বৃষ্টি। ভারী বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। বাংলাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কমবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমবে।