বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি চাকরিহারাদের এই আন্দোলনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি চাকরিহারাদের এই প্রতিবাদ নাটক বলে কটাক্ষ করেছেন। মেয়র বলেন, টিভিতে মুখ দেখানোই আসল লক্ষ্য।
মেয়র বলেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই বার্তায় অনেকেই আস্থা রেখেছেন। কিন্তু একটা অংশ ইচ্ছে করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁর সাফ কথা, চাকরিহারারা নাটক করে টিভিতে মুখ দেখাতে চাইছেন। কিন্তু ওদের মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের রায় এইভাবে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করে বদলানো যাবে না। মেয়র আরও বলেন, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখে অনেকেই বাড়ি চলে যেছেন। তবে যারা বিখ্যাত হতে চাইছেন, তারাই এখন রাস্তায় বসে আছেন। চাকরিহারারা যা করছেন তাতে আইনি জটিলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফিরহাদ হাকিম। তিনি মনে করেন, দুর্নীতির বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে। ইতিমধ্যে শীর্ষ আদালত রায়ও দিয়েছে। কিছু পরিবর্তন করতে হলে তাঁরাই পারবেন। বিকাশ ভবনের সামনে আন্দোলন করে কোনও লাভ পাবেন না চাকরিহারারা। বরং তাঁদের সমস্যা বাড়তে পারে।
এদিকে মেয়রের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তাঁরা প্রশ্ন করেছেন, তাঁরা যোগ্য ও কষ্ট করে চাকরি পেয়েছেন। সেই চাকরি চলে যাওয়ার পর কী করে উনি এটাকে নাটক বলতে পারেন?
প্রসঙ্গত গত প্রায় ১২দিন ধরে ন্যায্য চাকরির দাবিতে বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। প্রথমে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করলেও বৃহস্পতিবার থেকে আন্দোলন অন্য রূপ ধারণ করে। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন অভিযান করেন চাকরিহারারা। তাঁদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠলেও অবস্থান থেকে নড়েননি কেউ। বরং তাঁদের সাফ কথা, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তাঁরা নড়বেন না।
আদোলনকারী যোগ্য শিক্ষকরা পুনরায় চাকরির পরীক্ষায় বসতে আপত্তি জানিয়েছেন। বরং কোনও পরীক্ষা ছাড়াই পুনরায় চাকরিতে বহাল রাখার দাবি জানিয়েছেন। এজন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা। আন্দোলনকারীদের যুক্তি, রাজ্যের নির্বাচিত সরকার যেমন পুনরায় ভোটে গিয়ে ক্ষমতায় আসতে রাজি নয়, ঠিক তেমনি তাঁরাও পুনরায় চাকরির পরীক্ষায় বসতে রাজি নন।
এদিকে শনিবার চাকরিহারাদের আন্দোলনের মধ্যে হঠাৎ গোলাপ ফুল নিয়ে চাকরিহারাদের পাশে হাজির হয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর হাতে ছিল কাব্য সমগ্র ‘গীতাঞ্জলি’। কার্যত রবি ঠাকুরের ছদ্মবেশে আন্দোলনকারীদের সমর্থনে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছলেন কংগ্রেসের আইএনটিইউসি সেবা দলের এক সদস্য। ঘটনার নাটকীয়তায় সকলেই অবাক হয়ে যান।
জানা গিয়েছে, এদিন চাকরিহারা শিক্ষক- শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের আইএনটিইউসি সেবা দল। শনিবার তাঁরা মিছিল করে বিকাশ ভবনের সামনে হাজির হন। এভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন মঞ্চের সামনে এসে জমায়েত করেন। আইএনটিইউসি সেবা দলের এক কর্মী রবীন্দ্রনাথের ছদ্মবেশে গোলাপ ফুল হাতে নিয়ে পুলিশ আধিকারিকদের সামনে দাঁড়ান। তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের হাতে ফুল দিতে গেলে, তাঁরা তা নিতে অস্বীকার করেন।