• রবিবার বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠক, থাকবেন কি অনুব্রত?
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৫
  • বীরভূমের তৃণমূলের জেলা কমিটিতে বাদ গেল সভাপতির পদ। কার্যত রাজপাট হারালেন অনুব্রত মণ্ডল। পরিবর্তে গঠন করা হয়েছে ৯জনের একটি কোর কমিটি। সেই কমিটিতে অনুব্রত থাকলেও দলে তার রাশ নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। জল্পনা ছড়িয়েছে, বীরভূমের রাজ্যনীতিতে তৃণমূল নেতা কাজল শেখের গুরুত্ব বাড়াতেই এই পদক্ষেপ। শুক্রবার কোর কমিটি গঠিত হওয়ার পর সেই কমিটির বৈঠক ডাকা হয়েছে রবিবার। এখন প্রশ্ন উঠছে, এই বৈঠকে কি বীরভূমের এক সময়ের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে ‘কেষ্ট’ কি উপস্থিত থাকবেন, নাকি গরহাজিরা দেবেন?

    প্রসঙ্গত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম দেখবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি। শুক্রবারের সেই নির্দেশের পরেই রবিবার কোর কমিটির বৈঠক ডাকলেন জেলায় দলের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, গত দেড় মাস ধরে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক না হওয়ায় কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। এ নিয়ে ‘অনুব্রত-বিরোধী’ বলে পরিচিত কাজল শেখ প্রকাশ্যে ক্ষোভ উগরেও দিয়েছিলেন। যদিও সরাসরি তিনি অনুব্রতের বিরুদ্ধে কোনও কথা বলেননি। তিনি প্রকাশ্যে অনুব্রতের সঙ্গে তাঁর বিরোধের কথা অস্বীকার করেন। সেই আবহে শনিবার দলের জেলা সভাপতি ও জেলার চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বীরভূমের জেলা সভাপতি পদের কোনও উল্লেখ নেই। পরিবর্তে কোর কমিটির কথা উল্লেখ করা হয়েছে।

    তবে আলাদা করে জেলার চেয়ারপার্সন হিসেবে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। শীর্ষ নেতৃত্ব সেই তালিকা প্রকাশ করার পরেই রবিবার বেলা সাড়ে ১১টায় কোর কমিটির বৈঠক ডেকেছেন আশিস। তিনি বলেন, ‘‘কোর কমিটির সিদ্ধান্ত মেনেই দল পরিচালিত হবে বীরভূমে। এমনই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’

    সূত্রের খবর, অতীতে মমতার গড়ে দেওয়া কোর কমিটিকে উপেক্ষা করে আলাদা করে সাংগঠনিক কাজ চালাচ্ছিলেন অনুব্রত। সমান্তরালভাবে কেষ্ট তাঁর অনুগামীদের নিয়ে ব্লকে ব্লকে পৃথক কর্মসূচি করে যাচ্ছিলেন। এভাবে ২০২৬ সালের ভোটের প্রাক প্রস্তুতি পর্ব সেরে রাখছিলেন। তার ফলেই দেড় মাস কোনও কোর কমিটির বৈঠক হয়নি। কিন্তু দলে যে ভাবে তাঁর সভাপতিত্ব চলে গেল, তাতে কি সহজভাবে মেনে নেবেন অনুব্রত? তিনি কি রবিবারের কোর কমিটির বৈঠকে যোগ দেবেন? এ নিয়ে দলের ভিতরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

    তৃণমূলের একটি অংশের দাবি, অনুব্রত জেলে থাকাকালীন লোকসভা ভোটে বীরভূমে ভালই সাফল্য পেয়েছে। কোর কমিটিই সংগঠন পরিচালনা করেছে। দলকে জেলার দু’টি আসনে জিতিয়েছে এই কমিটি। ২০২১ সালের বিধানসভা ভোটে যে দুবরাজপুরে বিজেপি জিতেছিল, সেখানেও দল লিড পেয়েছে। ফলে কেষ্ট ছাড়াও যে দলের পক্ষে জেলায় জেতা সম্ভব, তা ধরে নিয়েছে তৃণমূল। যদিও কেষ্ট-ঘনিষ্ঠরা এই দাবি অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা দাবি, কেষ্টর সাজানো সংগঠনের ভিতের উপরে দাঁড়িয়েই লোকসভায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)