• বিকেলেই ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি, আগামী এক সপ্তাহে জেলায় জেলায় টানা বর্ষণ...
    ২৪ ঘন্টা | ১৮ মে ২০২৫
  • সন্দীপ প্রামাণিক:গরম থেকে বেশ খানিকটা মুক্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল গোটা এক সপ্তাহ আমরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাব। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই  ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, কলকাতায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের পাঁচটি জেলার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

    রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ফেয়ারলি ওয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি কলকাতা সহ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল।

    আগামী ১৯ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে কলকাতা সহ কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    ২০ মে উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কলকাতার সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    ২১ তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই একই রকম চিত্র থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    ২২ তারিখে দক্ষিণ বঙ্গের ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা শুধু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    ২৩ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্কেটার রেইনফলের সম্ভাবনা রয়েছে।

    আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় উপরের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা ঝড়ো হওয়া

    দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া আবার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে ঝড়ো হাওয়া। হলুদ সর্তকতা জারি করা হয়েছে

    আগামিকাল ১৮ তারিখ উত্তরবঙ্গের দু একটা জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।

  • Link to this news (২৪ ঘন্টা)