• কাঁথিতে কেলেঙ্কারি! বাসস্ট্যান্ডে পড়ে সাধুর দেহ, রহস্য জমাট...
    ২৪ ঘন্টা | ১৮ মে ২০২৫
  • কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ঘটলো এক বেদনাদায়ক ঘটনা। শুভেন্দু অধিকারীর শহর বলে পরিচিত কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে এক বন্ধ দোকানের সামনে থেকে এক অজ্ঞাত পরিচয় সাধুর বেশে থাকা মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সাধু বেশের এই বৃদ্ধকে দীর্ঘক্ষণ এক জায়গায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তারপরই খবর দেওয়া হয় কাঁথি থানায়। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় কাঁথি হাসপাতালে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    প্রায় সত্তর বছর বয়স এই বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। কিন্তু কে তিনি? কোথা থেকে এসেছেন? কীভাবে এই মৃত্যু ঘটলো? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তার কাছে পাওয়া গেছে একটি জলের বোতল ও একটি ব্যাগ, যা পুলিশ তদন্তের জন্য থানায় নিয়ে গেছে।

    এই ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা, না কি এটি নিছকই একটি স্বাভাবিক মৃত্যু – তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই অজানা সাধুর পরিণতি আমাদের মনে করিয়ে দেয় সমাজে কত অনামী-অজানা মানুষ চুপিসারে হারিয়ে যান, যাদের জীবনের গল্প থেকে যায় রহস্যে ঢাকা।

    খবর পেয়ে পুলিশ এসে সংজ্ঞাহীন ব্যক্তিকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সান স্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে না বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ মৃত্যুর কারণ ও ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

    জানা যায় ওই নাম সুদীপ কুমার দাস (৭০)। তিনি পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার কামারদার বাসিন্দা। বহু বছর ধরে বাড়ি থেকে বিচ্ছিন্ন ছিলেন ও বিভিন্ন আশ্রমে থাকতেন। কেন তিনি গত কয়েকদিন ধরে কাঁথিতে ঘুরছিলেন, তা তদন্ত করছে পুলিশ। আজ বিকেলে ময়নাতদন্ত হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)