রাজ্যে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের সব জেলাই ভিজবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আন্দামানে ১৩ মে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে এই বায়ুর সক্রিয় অবস্থান লক্ষ্য করা গিয়েছে। কিছুদিনের মধ্যে এই বায়ু মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবেশ করতে চলেছে।
অন্যদিকে, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং অসমে সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। এর জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে চলেছে। বীরভূম,পশ্চিম মেদিনীপুর,পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে রাজ্যে বেলা পর্যন্ত গরমে হাঁসফাঁস করবে মানুষ। বিকেলের পর থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান যথেষ্ট বেশি ছিল। তবে কিছুদিনের মধ্যেই শহরের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী কয়েকদিনে অসম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।