• পাকিস্তানে মানসিক অত্যাচার করা হয় পূর্ণমকে, দাবি স্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৫
  • ভুলবশত পাকিস্তানের সীমানার মধ্যে চলে গিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাঁকে আটক করে প্রায় ২০ দিন বন্দি রেখেছিল পাক সেনা। তাঁরা গায়ে হাত তোলেনি। কিন্তু মানসিকভাবে পূর্ণমের উপর নানারকম অত্যাচার চালিয়েছিল। এমনটাই দাবি করেছেন পূর্ণম স্ত্রী রজনী। গত বুধবার দেশে ফিরেছিলেন পূর্ণম। রাতে স্ত্রী এবং পরিবারের সঙ্গে তাঁর ভিডিও কলে কথা হয়েছিল। তখনই তাঁর অভিজ্ঞতা তিনি জানিয়েছিলেন।

    সেই অনুযায়ী স্ত্রী রজনীর দাবি, পাক সেনারা পূর্ণমকে আটক করার পর তাঁর চোখ বেঁধে কোনও একটি ঘরে নিয়ে গিয়ে রেখেছিল। সেখানে তাঁকে লাগাতার জেরা করা হয়। ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে গোপন তথ্য জানার চেষ্টা করা হয়েছিল। তাঁকে গুপ্তচর ভেবে তাঁর উপর পাক সেনারা মানসিক অত্যাচার চালায়। তাঁর সঙ্গে বন্দিদের মতো আচরণ করা হয়েছিল। রাতে ভালো করে ঘুমোতে দেওয়া হয়নি। এই অবস্থাতেও পূর্ণম বীরের মতো বুকে সাহস নিয়ে তাঁদের জেরার মুখোমুখি হয়েছিলেন। কৌশল করে উত্তর দিয়েছিলেন। তবে অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি রাখেনি পাক সেনারা।

    নিরামিষ খাবার দেওয়া থেকে শুরু করে চা-বিস্কুট, সবই দেওয়া হত। এমনকি তাঁকে বিরিয়ানিও খেতে দেওয়া হয়েছিল, যা তিনি খাননি। পূর্ণমের স্ত্রী স্বামীর এই অভিজ্ঞতা সবাইকে জানানোর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, স্বামীকে ফিরিয়ে আনার এই যুদ্ধ তাঁর একার ছিল না। গোটা দেশের মানুষকে তিনি পাশে পেয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)