সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদে খুন! প্রাণ গেল বছর ৩৫-এর এক যুবকের। অভিযোগ, জমিজমা নিয়ে পারিবারিক বিবাদ চলাকালীন যুবককে ছুরি দিয়ে আঘাত করা হয়। মাথাও থেঁতলে দেওয়া হয় বলে দাবি। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আনোয়ার হোসেন লস্কর। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জেঠতুতো ও খুড়তুতো ভাইদের মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে দুই পরিবার আবারও বচসায় জড়িয়ে পড়ে। বচসা চলাকালীন খুড়তুতো ভাই ইসমাইল লস্কর ধারালো ছুরি দিয়ে আনোয়ার হোসেন লস্করের পেটে ও কাঁধে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ। মাথায় ইঁটের ঘা মারে বলেও মৃতের পরিবারের দাবি।
রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ এই খুনের ঘটনায় এক মহিলা-সহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে রবিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।