• মাদ্রাসা শিক্ষকদের বেতন দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
    আনন্দবাজার | ১৮ মে ২০২৫
  • পশ্চিমবঙ্গের মামলাকারী মাদ্রাসা শিক্ষকদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের বেতন দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

    মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশ করা ‘মাদ্রাসা শিক্ষা কমিশন আইন’ পাশ করার পরে সেই আইনের বিরুদ্ধে আবেদন পেশ হয় কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের মধ্যে ছিলেন মাদ্রাসা শিক্ষকদের একাংশও। ওই আইনের মাধ্যমে সংখ্যালঘু প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের সংবিধানসিদ্ধ অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা। মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ, বেতনের উপরে নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারা-সহ কয়েকটি ধারাকে অসাংবিধানিক অ্যাখ্যা দেয় হাই কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য ও মাদ্রাসা শিক্ষা কমিশন। শীর্ষ আদালত রাজ্যের আইনকে সংবিধানসিদ্ধ অ্যাখ্যা দেয়। যে সব শিক্ষক মামলা করেছিলেন, তাঁদের নিয়োগকেও রক্ষা করে।

    কিন্তু মামলাকারী শিক্ষকেরা অভিযোগ করেন, এর পরেও তাঁদের বেতন দেয়নি রাজ্য। ফলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। ফলে মাদ্রাসায় শিক্ষকদের কোন অংশের নিয়োগ বৈধ তা স্থির করতে রাজ্যকে কমিটি গড়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু সেই কমিটি ওই শিক্ষকদের কারও নিয়োগই বৈধ নয় বলে জানিয়ে দেয়। ফলে সেই নির্দেশের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে মামলা করেন শিক্ষকেরা। শিক্ষকদের চাকরি রক্ষা করতে অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত। শিক্ষকদের আইনজীবী সুনন্দ রাহা বলেন, ‘‘সম্প্রতি ওই শিক্ষকদের মধ্যে যাঁরা কাজ করছেন তাঁদের বেতন দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।’’
  • Link to this news (আনন্দবাজার)