• ঝাড়ু হাতে বিকাশ ভবনের সামনের রাস্তা সাফাই করলেন শিক্ষকেরা, রবিবার অবস্থানে দৃষ্টিহীন, প্রতিবন্ধীরাও
    আনন্দবাজার | ১৮ মে ২০২৫
  • বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ চলছেই। জমায়েতের ফলে নোংরা হচ্ছে আন্দোলনস্থল। রবিবার তাই ঝাড়ু ধরলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। নিজেরাই ঝাড়ু দিয়ে বিকাশ ভবনের সামনের রাস্তা সাফাই করলেন। রবিবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থানে যোগ দিতে চলেছেন দৃষ্টিহীন, বিশেষ ভাবে সক্ষম চাকরিহারা শিক্ষকেরা। বিকেল ৩টে থেকে শুরু হতে চলেছে তাঁদের কর্মসূচি। বিক্ষোভস্থলে ওই যোগ্য দৃষ্টিহীন, বিশেষ ভাবে সক্ষম শিক্ষকেরা শোনাবেন নিজেদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার অভিজ্ঞতা। রাস্তায় বসে পড়াবেন বাচ্চাদের। চলবে ‘উদয়নের পাঠশালা’।

    বৃহস্পতিবার বেলা ১২টা থেকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শনিবারের পরে রবিবারও ছুটির দিন। তাই বিকাশ ভবন বন্ধ। সে কারণে বড় কোনও কর্মসূচির ডাক দেননি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যদিও তাঁরা জানিয়ে দিয়েছেন, এই আন্দোলন চলবে। রবিবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্যদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন দৃষ্টিহীন, বিশেষ ভাবে দক্ষ শিক্ষকেরা। চাকরির দাবিতে আন্দোলনস্থলে বসে স্লোগান দেওয়ার কথা তাঁদের। সেই সঙ্গে রাস্তায় বসে পড়াবেন শিশুদের। আর এ ভাবেই প্রতিবাদ জানাবেন তাঁরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁরা সকলেই ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ওই প্যানেলে থাকা দৃষ্টিহীন এবং বিশেষ ভাবে সক্ষম শিক্ষকেরাও এ বার পথে নামছেন।

    শনিবার আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিতে অবস্থান মঞ্চে গিয়েছিল বেশ কয়েক জন স্কুলপড়ুয়া। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। পড়ুয়ারা শিক্ষকদের পদযাত্রাতেও পা মিলিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)