• অনুষ্ঠান করতে হলে আগে টাকা, নতুন নিয়মে বাড়বে পুরসভার আয়
    আনন্দবাজার | ১৮ মে ২০২৫
  • কলকাতা পুরসভা এ বার আয় বাড়াতে নতুন নিয়ম চালু করছে। পুরসভার পার্ক, বাজার, খোলা মাঠ বা অন্য যে কোনও জায়গায় যদি মেলা, হাট বা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয়, তা হলে আয়োজক সংগঠনকে প্রথমেই নিতে হবে ‘বিনোদন ছাড়পত্র’ বা ‘অ্যামিউজ়মেন্ট পারমিশন’। এই ছাড়পত্রের জন্য নির্দিষ্ট ফি পুরসভায় জমা দিতে হবে। এর পরেই মিলবে অন্যান্য দফতরের অনুমতি। অর্থাৎ, পার্কের ব্যবহার, জলের সরবরাহ, বিজ্ঞাপন বা হোর্ডিং লাগানোর ছাড়পত্র।

    কলকাতা পুরসভা জানিয়েছে, অনেক সময় অনুষ্ঠান আয়োজিত হলেও আয়োজকেরা বিনোদন ছাড়পত্রের জন্য কোনও ফি দেন না। এতে পুরসভার রাজস্বে ঘাটতি হয়। সেই কারণেই এ বার নতুন নিয়মে বলা হয়েছে— আগে টাকা, পরে অনুমতি।

    সব বিভাগকে জানানো হয়েছে, যদি কোনও অনুষ্ঠান পুরসভার অ্যামিউজ়মেন্ট বিভাগের তালিকাভুক্ত হয় এবং আবেদনকারী বিনোদন ছাড়পত্র না নেন, তা হলে আবেদনকারীকে স্পষ্ট ভাবে জানাতে হবে— ‘আগে বিনোদন ছাড়পত্র নিন’।

    এই নিয়ম কার্যকর করতে পুরসভার আইটি বিভাগকে এমন একটি ব্যবস্থা চালু করতে বলা হয়েছে, যেখানে বিনোদন ছাড়পত্র ছাড়া অন্য কোনও অনুমতির আবেদনই অনলাইনে যেন জমা না পড়ে। এমনকি কোনও ভবনে যদি অনুষ্ঠান হয়, সেখানে বিনোদন ছাড়পত্র বকেয়া থাকলে সেই ভবনের নতুন বিল্ডিং প্ল্যানও অনুমোদন পাবে না, যত ক্ষণ না বকেয়া ফি মেটানো হচ্ছে।

    পুরসভার এক কর্তা জানান, এত দিন বহু অনুষ্ঠানই বিনা ছাড়পত্রে হয়ে গিয়েছে, ফলে পুরসভার আয় হয়নি। এ বার থেকে যে কেউ পুরসভার জায়গায় কিছু করতে চাইলে, আগে টাকা দিতে হবে। এতে নিয়ম মানা যেমন নিশ্চিত হবে, তেমনই পুরসভার আয়ও উল্লেখযোগ্য ভাবে বাড়বে।
  • Link to this news (আনন্দবাজার)