চণ্ডীপুরে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একজনের, আহত কমপক্ষে ৩৩ ...
আজকাল | ১৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার কাছে ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুর ১২টা নাগাদ। একটি দ্রুতগামী সরকারি বাস দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরির সামনে এসে পড়ে দ্রুতগতির বাসটি। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালকের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে আটজন। গুরুতর আহতদের তৎক্ষণাৎ তমলুক মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া বাসে থাকা আরও প্রায় ২৫ জন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের জেরে সরকারি বাসটি রাস্তার ডান পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত এড়াশাল রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তৎপরতা শুরু করে।