• গা ঢাকা দিয়েছিল পড়শি দেশ থেকে এসে, রহড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি...
    আজকাল | ১৮ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পড়শি দেশের বাসিন্দা। তবে পদ্মাপারের তিনজন, গা ঢাকা দিয়ে রয়েছে এ দেশে। বেশ কয়েকদিন ধরেই খবর ছিল। সেই সূত্রের রেশ ধরেই তল্লাশি এবং গ্রেপ্তার তিন। খবর ছিল, বাংলাদেশ থেকে তিনজন দুষ্কৃতী তারা গা ঢাকা দিয়েছিল বারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকায়। 

    তথ্য গোয়েন্দা দপ্তর থেকে জানানো হয় বারাকপুর পুলিশ কমিশনারকে। গোয়েন্দা দপ্তরে খবর পাওয়ার পরই তল্লাশি শুরু করে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। তল্লাশি চালানোর সময় শনিবার রাতে রহড়া থানা এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে রহড়া থানার পুলিশ।

     গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশি- মেহেদী হাসান ওরফে মিলন। মজনু গাজী এবং মোঃ কালাম শেখ। তাদের আজই আদালতে তোলা হয়েছিল। কী কারনে এই তিনজন বাংলাদেশ থেকে এসে এখানে গা ঢাকা দিয়েছিল সেই বিষয়ে তদন্ত করার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে রহড়া থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)