• দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম দুই স্নো লেপার্ডের
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৫
  • দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল দুটি স্নো লেপার্ডের। একজন ছেলে, অন্যজন মেয়ে। খুদে দুই সন্তানকে নিয়ে সর্বক্ষণ মেতে রয়েছে মা। একটি ঘরের মধ্যে এক সঙ্গে রয়েছে তিন জন। বন দপ্তর সূত্রে খবর, সদ্যোজাতদের ধরে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দার্জিলিং চিড়িয়াখানায় এখন চারটি পুরুষ এবং সাতটি মহিলা স্নো লেপার্ডের রয়েছে। সঙ্গে যুক্ত হল এই দুই খুদে।

    নতুন অতিথি আসায় খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা জানান, বন দপ্তরের নজরদারিতেই রাখা হয়েছে মা এবং তার সন্তানদের। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তাদের ছাড়া হবে। চিড়িয়াখানা সূত্রে খবর, মহিলা লেপার্ডটি যখন থেকে সন্তানসম্ভবা হয়েছিল, তখন থেকেই আলাদা রাখা হয়েছিল তাকে। ২৪ ঘণ্টা পর্যাপ্ত খাবার এবং চিকিৎসা দেওয়া হত। বর্তমানে মা ও দুই সন্তানের প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন চিড়িয়াখানার কর্মীরা।

    দুই খুদেরই গায়ের রঙ সাদা, তার উপর কালো ছোপ ছোপ। বয়স মাত্র একদিন হলেও তারা কখনও লাফাচ্ছে, কখনও আবার মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আবার কখনও নিজেদের মধ্যেই খুনসুটিতে ব্যস্ত। আর তাদের নিয়েই দার্জিলিংয়ের চিড়িয়াখানায় তৎপরতা তুঙ্গে। কয়েক ইঞ্চির দৈর্ঘ্যের এই দুই সন্তানকে নিয়েই মেতে রয়েছে তাদের মা।

    দেশের মধ্যে প্রথম ‘‌বরফের চিড়িয়াখানা’‌ গড়ে উঠছে দার্জিলিংয়ে। সেখানে দেখা মিলবে রেড পান্ডা থেকে স্নো লেপার্ডের। পশ্চিমবঙ্গের ‘চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন’ দেবল রায় বলেন, ‘ডিএনএ সংরক্ষণ করার একটা প্রচেষ্টা। আমরা বন্য পশুদের নমুনা সংগ্রহ করছি। যদি কোনও জন্তু স্বাভাবিক ভাবে মারা যায় বা অকালমৃত্যু ঘটে তা হলে তাদের নমুনা সংগ্রহ করে সেগুলিকে এই ভাবে সংরক্ষণ করা হবে।’

    দেশের চিড়িয়াখানাগুলির মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত দার্জিলিং চিড়িয়াখানা। তাই এখানে সংরক্ষিত প্রজনন করা সম্ভব হবে। চিড়িয়াখানার অধিকর্তা বাসবরাজ হোলেয়াচি বলেন, ‘আমরা চিড়িয়াখানার ভিতরে গড়ে তুলেছি পরীক্ষাগার যেখানে এই ডিএনএগুলি থাকবে। এই বরফের চিড়িয়াখানায় থাকবে অপরিবর্তনশীল জেনেটিক সামগ্রী, যা দিয়ে নানা পরীক্ষা–নিরীক্ষা করা যায়।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)