• নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, আটক ৯ টন মাছ-সহ ট্রলার
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৫
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করার অভিযোগে আটক ৯ টন সামুদ্রিক মাছ-সহ একটি ট্রলার। স্থানীয় মৎস্যজীবীরা ট্রলারটিকে আটক করে পুলিশ-প্রশাসনের হাতে তুলে দেন। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উপকূল এলাকার ঘটনা। প্রতি বছরই ১৫ এপ্রিল থেকে ১৫ জুন এই দু’মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। অভিযোগ, এই নিষিদ্ধ সময়েই মাছ ধরছিল ট্রলারটি। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত পদক্ষেপ করা হবে।

    মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে নদী ও সমুদ্রের জলে মাছ ধরার উপর দু’মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতি বছরই ১৫ এপ্রিল থেকে ১৫ জুন, এই দু’মাস নিষেধাজ্ঞা থাকে। মাছেদের প্রজননের জন্য এই নিয়ম চালু করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কয়েক’টি ট্রলার নিয়ম ভেঙে সমুদ্রে মাছ ধরতে যায়। এরপরই স্থানীয় মৎস্যজীবীদের তরফে একটি ট্রলার আটক করা হয়।

    স্থানীয় সূত্রে খবর, এলাকার মৎস্যজীবীরা ট্রলারটি ধরতেই বচসা শুরু হয়ে যায়। ওই ট্রলারে প্রায় ৯ টন সামুদ্রিক মাছ ছিল। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ট্রলারটিকে আটক করা হয়েছে। আইনানুগ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

    মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও এক শ্রেণির অসাধু মৎস্যজীবী এবং ব্যবসায়ী গোপনে মাছ শিকারে বেরিয়ে পড়ছেন। বারণ সত্ত্বেও মাছের বাজারে সামুদ্রিক মাছ খোলাখুলি বিক্রি হচ্ছে। পাথরপ্রতিমার স্থানীয় এক মৎস্যজীবী বলেন, ‘প্রতি বছরই সরকারের তরফে এই এই দু’মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তা সত্ত্বেও এক শ্রেণির মানুষ অনৈতিক কাজ করে যাচ্ছেন। প্রশাসন কতটা কঠোর ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)