• চকোলেটের লোভ দেখিয়ে ২ বছরের শিশুকে নির্যাতন!
    প্রতিদিন | ১৮ মে ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: দুই বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শারিরীক নির্যাতনের অভিযোগ। জলপাইগুড়ি শহরের শিরিশতলা এলাকার বাসিন্দা অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তারের পরেও থামল না উত্তেজনা। বৃদ্ধের বাড়ি ভাঙচুর করে গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ধৃত বৃদ্ধের বিরুদ্ধে অপহরণ ও পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আজ, রবিবার তাকে আদালতে তোলা হবে।

    গতকাল চকোলেট খাওয়ানোর নাম করে এলাকার এক শিশুকন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে এলাকার বাসিন্দা সুকুমার সূত্রধরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মেয়েকে না পেয়ে অনেক খুঁজে বাড়ি থেকে অনেকটা দূরে একটি স্কুলের মাঠ থেকে শিশুকন্যাকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে পরিবার। এরপরই এলাকার লোকজন মারধর করে বৃদ্ধকে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয়। রাতে শিশুকন্যার মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে বৃদ্ধর কুকীর্তির প্রমাণ মেলায় আরও উত্তেজিত হয়ে ওঠে এলাকার লোকজন। বৃদ্ধর বাড়ি ভাঙচুর করে বাড়ির সামনে রাখা স্কুটি-গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

    স্থানীয়দের অভিযোগ এর আগেও বাচ্চাদের সঙ্গে এই ধরনের কুকীর্তি করেছে অভিযুক্ত বৃদ্ধ। রাতে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। পরে অতিরিক্ত পুলিশ, র?্যাফ,মহিলা পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ধৃতের বিরুদ্ধে অপহরণ ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
  • Link to this news (প্রতিদিন)