বহুদিন পর মুখোমুখি কেষ্ট-কাজল, কোর কমিটির বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন মমতার
প্রতিদিন | ১৮ মে ২০২৫
নন্দন দত্ত, সিউড়ি: দলই সব, ব্যক্তিগত বৈরির কোনও স্থান নেই দলের কাজে। তা আরও একবার প্রমাণ করে দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। রবিবার বোলপুরের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে দু’জনে উপস্থিত হয়ে দল নিয়ে সদর্থক আলোচনা করলেন। অনুব্রত মণ্ডলের পরামর্শ মেনেই জেলায় দলের সংগঠন কাজ করবে, এদিনের বৈঠকে তাতে সকলে একমত হয়েছেন বলে জানান কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায়চৌধুরী। তিনি আরও জানান, এদিন বৈঠক চলাকালীনই কেষ্টকে ফোন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেন প্রয়োজনীয় পরামর্শ। তবে তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল।
গত শুক্রবার সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূলের। তাতে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে সাত সদস্যের কোর কমিটিকে। তাতে আমন্ত্রিত সদস্য জেলার দুই সাংসদ ? শতাব্দী রায়, অসিত মাল। জেলা চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আর দায়িত্ব পেয়েই তিনি দীর্ঘদিন না হওয়া দলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন রবিবার, ১৮ মে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই এই বৈঠক বলে জানান তিনি। আর সেই নির্দেশেই কোর কমিটির প্রায় সব সদস্যই এদিন হাজির ছিলেন। তবে ব্যক্তিগত কারণে আসতে পারেননি আমন্ত্রিত সদস্য সাংসদ শতাব্দী রায়। দলের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় গরহাজির ছিলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাও।
তবে যা নিয়ে অনিশ্চয়তার চোরা স্রোত ছিল দলের অন্দরে, তা উড়িয়ে এদিন মুখোমুখি বৈঠকে বসেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। জেলার রাজনৈতিক মহলে খবর, উভয়ের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব আছে। যদিও কাজল শেখ বরাবরা অনুব্রতকে ‘রাজনৈতিক গুরু’ হিসেবেই পরিচয় দিয়েছেন। রবিবারও বোলপুরে জেলা পার্টি অফিসে বাকি সকলের সঙ্গে দলীয় সংগঠন নিয়ে সদর্থক আলোচনায় অংশ নিয়েছেন কেষ্ট, কাজল।এই বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পান অনুব্রত। কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। তবে কী কথা হয়েছে, তা প্রকাশ্যে আনা হয়নি।
অনুব্রত মণ্ডল আগেই ২৫ থেকে ২৭ মে তিন মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন। এদিনের বৈঠকে তা অনুমোদন করা হয়েছে। ২৫ মে রামপুরহাট, ২৬ মে বোলপুর, ২৭ মে সিউড়িতে মিছিল হবে। এছাড়া বৈঠকে প্রতি মাসে দুটি করে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেইমতো আগামী ১৪ জুন সিউড়ি এবং ২৮ জুন রামপুরহাটে পরবর্তী কোর কমিটির বৈঠকের দিনক্ষণ ঠিক করা হয়েছে। জেলার চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় জানান, দল একটাই, তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথনির্দেশে মেনে সেই দল চলবে।