• জনতার নিরাপত্তায় জোর, সাংসদ তহবিল থেকে পুলিশকে ৩০ লক্ষ দান কীর্তি আজাদের
    প্রতিদিন | ১৮ মে ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জনসাধারণের নিরাপত্তায় অর্থ দান তৃণমূলের তারকা সাংসদের। পুলিশের পাশে দাঁড়ালেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। পুলিশের নজরদারি জোরদার করতে সাংসদ তহবিল থেকে দিলেন ৩০ লক্ষ টাকা দিলেন তিনি। এর জন্য কীর্তি আজাদকে ধন্যবাদ জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুনীল চৌধুরী।

    শনিবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অফিসে সাংসদ কীর্তি আজাদ এই সাহায্য তুলে দিলেন কমিশনার সুনীল চৌধুরীর হাতে। কমিশনার সুনীল চৌধুরি বলেন, “৩০ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে আমাদের দিলেন। এই টাকায় কোকওভেন থানায় ৬৭, দুর্গাপুরে ৭৮, কাঁকসায় ৬২, নিউটাউনশিপে ৩০ ও বুদবুদ থানা এলাকায় ১২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। মোট ২৫১টি সিসিটিভি ক্যামেরা বসবে সর্বক্ষণ নজরদারির জন্য। এখনও পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১ হাজার ক্যামেরা লাগানো হয়েছে। অপরাধ দমন করতে খুবই সাহায্য করছে। মহিলাদের নিরাপত্তাও সুনিশ্চিত হচ্ছে। দুর্গাপুরে একটি সিসিটিভি কন্ট্রোল রুম হতে চলেছে। সব সিসিটিভি কন্ট্রোল রুম থেকেই পরিচালনা করা হবে।”

    সাংসদ কীর্তি আজাদের কথায়, “আমার দাদা একসময় আইপিএস অফিসার ছিলেন। পরে গোয়েন্দা বিভাগের আধিকারিক হয়েছিল। এখন সে অবসরপ্রাপ্ত। কিন্তু তার কাছে একের পর এক ঘটনা শুনে আমার মনে শিহরণ হয়েছিল। আজ আমি পুলিশের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।” এই প্রথমবার বর্ধমান-দুর্গাপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। অনেকেই তাঁকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছিলেন। এই সমালোচনাও করা হয়েছিল যে ভোটে জেতার পর তিনি আদৌ এলাকায় কতটা সক্রিয় থাকবেন। তবে সেসব সমালোচকদের জবাব দিয়ে কীর্তি আজাদ বেশ সক্রিয়তার সঙ্গেই যে কাজ করে চলেছেন, তার প্রমাণ এলাকায় জনগণের সুরক্ষায় বাড়তি জোর দেওয়া।
  • Link to this news (প্রতিদিন)