সকাল থেকেই ভিজছে তিলোত্তমা, ঝড়বৃষ্টিতে কমল তাপমাত্রাও, অন্য জেলার হাওয়া কেমন?
প্রতিদিন | ১৮ মে ২০২৫
নিরুফা খাতুন: রবিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। শনিবার রাতে দমকা হাওয়ার পর থেকে শহর কলকাতা হাওয়া বদল হয়েছে। নেমেছে তাপমাত্রা। এদিন সকাল থেকে মেঘে ঢেকেছিল আকাশ। বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি। হাওয়া অফিস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হবে দমকা ঝোড়ো বাতাস।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। যার ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। রবিবার সকালে মনোরম আবহাওয়া থাকলেও গরম ও অস্বস্তি থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা। ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। এই জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি। ঝড়বৃষ্টিতে প্রায় চার ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। সকালে কিছুক্ষণের মনোরম পরিবেশ। আংশিক মেঘলা আকাশ। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। থাকবে শুক্রবার পর্যন্ত।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ওপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।