সজাগ প্রশাসন, জল সংকট দেখা দিতেই জেলা জুড়ে বসানো হচ্ছে ‘ওয়াটার এটিএম’
আজকাল | ১৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সজাগ প্রশাসন। তীব্র দাবদাহে জল সংকট দেখা দিতেই, জেলা জুড়ে বসানো হচ্ছে ওয়াটার এটিএম। জেলাপরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে ধূপগুড়ি মহকুমার রেগুলেটেড মার্কেট চত্বরে তিনটি ওয়াটার এটিএম বসানো হয়েছে।
জানা গিয়েছে, ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট সবজি ব্যবসায়ী সমিতি জেলাপরিষদে আবেদন জানিয়েছিল জল সংকট মেটাতে ওয়াটার এটিএম বসানোর। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট উত্তরবঙ্গের একটি বৃহৎ মার্কেট। প্রতিদিন প্রচুর কৃষক এই মার্কেটে সবজি ক্রয়-বিক্রয় করতে যান। কিন্তু তীব্র দাবদাহে জলের সমসয়া দেখা দিয়েছিল। বিষয়টি বাজার কর্তৃপক্ষের নজরে আসার পর জলপাইগুড়ি জেলাপরিষদকে জানানো হয়। এরপরই রেগুলেটেড মার্কেটের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার এটিএম বসানো হয়েছে।
একই সঙ্গে পঞ্চদশ অর্থকমিশনের টাকায় জেলার বিভিন্ন এলাকায় ১৫০টি ওয়াটার এটিএম বসানো হয়েছে বলেও জানা গিয়েছে। আরও ৫০টি জায়গা চিহ্নিত করে আরও ওয়াটার এটিএম বসানো হবে বলেও খবর সূত্রের। এবিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, রেগুলেটেড মার্কেটের সবজি ব্যবসায়ী সমিতি ওয়াটার এটিএম বসানোর কথা জেলাপরিষদে জানিয়েছিল। বিষয়টি নজরে আসতেই জেলাশাসক জেলাপরিষদকে নির্দেশ দিয়েছিলেন ওয়াটার এটিএম বসানোর।