• আমতায় চলছে সারা বাংলা আদিবাসী তীরন্দাজি প্রতিযোগিতা, তীর-ধনুকে বুঁদ হাওড়ার দর্শকরা...
    আজকাল | ১৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রখর রোদে সারা বাংলা আদিবাসী তীরন্দাজ প্রতিযোগিতার আসর বসেছে হাওড়ার আমতার বেতাই ফুটবল মাঠে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, হুগলির কামারপুকুর থেকে শতাধিক প্রতিযোগি অংশ নিয়েছেন। তীরন্দাজ কি জানতে ও দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা।

    কেন এই আয়োজন? প্রশ্নের জবাবে উদ্যোক্তাদের জবাব, মূলত গ্রামবাংলার ছেলেমেয়েদের মধ্যে তীরন্দাজির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে ও ধনুর্বিদ্যার বিষয়ে অবগত করতেই এই উদ্যোগ। 

    কোনওপ্রকার দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্স রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আগ্রহ ছিল চোখ পড়ার মতো। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শতাধিক মহিলা ও পুরুষ। সব থেকে বেশি নিশানায় তীর গেঁথেছেন সম্ব হেমব্রম।

    তীরন্দাজিতে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু নামের ধনুক। যার মধ্যে উল্লেখযোগ্য লংবো। এক প্রতিযোগীর কথায়, এর আগে বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে হাওড়া জেলায় সর্বপ্রথম। অক্ষয়, অঞ্জন অধিকারী, সন্দীপ মণ্ডল প্রত্যেকে এদিন বেতাই ফুটবল মাঠে দেখছেন আদিবাসী মহিলা ও পুরুষদের তীরন্দাজি। ওদের কথায়, পুরুলিয়া ঘুরতে গিয়ে এমন তীরন্দাজদের দেখেছিলেন। কিন্তু জেলায় প্রথম। যা অবশ্যই গ্রামবাসীদের উদবুদ্ধ করবে।
  • Link to this news (আজকাল)