জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আগামীকাল, সোমবার শিলিগুড়িতে পৌঁছবেন তিনি। এই সফরকে ঘিরে এখন সাজো সাজো রব প্রশাসনিক মহলে। নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি ও লাগোয়া এলাকা। চলছে পুলিসি টহলদারি।
গত বুধবার সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ সফরের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই। সূত্রের খবর, আগামীকাল সোমবার বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ির দীনবন্ধ মঞ্চে যাবেন মমতা। সেখানে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাতে থাকবেন উত্তরকন্যায়। এরপর মঙ্গলবার ২০ মে ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্য়মন্ত্রীর। বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক। ২২ মে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।