• শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন...
    আজকাল | ১৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বহুতলে আগুন শহরে। শনিবার দুপুরে মিন্টো পার্কের অবস্থিত একটি বহুতলে আগুন লেগে যায়। বহুতলটির ছয় তলার একটি অফিসে আগুন লেগে যায়। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

    দমকল সূত্রে জানা গিয়েছে, মিন্টো পার্কের এসএসসি বোস রোডের উপর অবস্থিত কৃষ্ণা বিল্ডিংয়ের ছয় তলার একটি অফিসে এদিন আচমকা আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের পাঁচটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। বহুতলটির সামনে এজেসি বোস রোড ফ্লাইওভার। সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। দমকল সূত্রে খবর, মূলত শর্ট সার্কিট থেকেই এ ধরনের ভয়াবহ আগুন।

    এই অগ্নিকাণ্ডে বহুতলে উপস্থিত অন্যান্য মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। চলছে উদ্ধার কাজ। দমকলকর্মীরা খতিয়ে দেখছেন ভিতরে কেউ আটকে পড়েছেন কি না। তবে প্রাণহানির উপর খবর নেই। তবে কলকাতার বুকে বারবার এই ধরনের অগ্নিকাণ্ড যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

    এপ্রিলের শেষ বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে যায়। সেই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। এরপর লেকটাউনের দক্ষিণদাঁড়িতে একটি বহুতলে আগুন লেগে যায়। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।  মে মাসের শুরুতে চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ২ মে সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় আবার আগুন লাগার ঘটনা ঘটল।মে মাসের মাঝামাঝি ফের অগ্নিকাণ্ড শহরে।
  • Link to this news (আজকাল)