রিচা ঘোষকে সঙ্গে নিয়ে নকশালবাড়িতে স্টেডিয়ামের জায়গা খুঁজলেন সভাধিপতি
বর্তমান | ১৯ মে ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: ইংল্যান্ড ট্যুরের আগে রবিবার নকশালবাড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির বাড়িতে আসেন জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। তাঁকে সঙ্গে নিয়ে নকশালবাড়িতে স্টেডিয়ামের জন্য জমি পরিদর্শন করেন সভাধিপতি অরুণ ঘোষ। রিচার সঙ্গে ছিলেন তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ, মা স্বপ্না ঘোষ ও দিদি সমশ্রী।
অরুণবাবু ও মনবেন্দ্রবাবুর পরিবারিক সম্পর্ক বহু পুরনো। সেই সূত্রে রিচা সভাধিপতির বাড়িতে আসেন। মানবেন্দ্রবাবু একসময় নকশালবাড়িতে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এদিন রিচার আসার খবর জানাজানি হতেই সভাধিপতির বাড়িতে পাড়া প্রতিবেশীরা ভিড় জমান। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত, স্থানীয় ব্যবসায়ী সমিতি ও ক্লাবের সদস্যরা রিচাকে সংবর্ধনা জানান। কেউ সেলফি তোলেন, কেউ ক্রিকেট ব্যাট এগিয়ে দিয়ে রিচার থেকে অটোগ্রাফ নেন।
অরুণবাবু রিচা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নকশালবাড়িতে স্টেডিয়ামের জন্য জায়গা খুঁজতে বেরিয়ে পড়েন। প্রথমে হাতিঘিষার বড় ঝাড়ুজোতে একটি জমি পরিদর্শন করেন তাঁরা। এরপর উত্তমচন্দছাট বনাঞ্চলের পাশে ছলছলিয়াতে একটি জমি ঘুরে দেখেন। পরে সভাধিপতির বাড়িতে রিচার পরিবার মধ্যাহ্নভোজ করে। রিচা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। তাঁর বাবা মানবেন্দ্রবাবু বলেন, আরও দু’দিন শিলিগুড়িতে আছে মেয়ে। এরপর ক্যাম্পে যোগ দেবে। তারপর ওর ইংল্যান্ড ট্যুর আছে। নকশালবাড়িতে বহুদিন আগে কোচিং ক্যাম্প করিয়েছি। এখানকার ছেলেমেয়েদের খেলার প্রতি আলাদা টান আছে। তবে ওই সময় আজকের মতো সুযোগ ছিল না। সেই সুযোগ কীভাবে এখানে করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা রয়েছে। সভাধিপতির সঙ্গে বেশকিছু বিষয়ে আমরা আলোচনা করেছি।
পরিষদের সভাধিপতি বলেন, রিচা শিলিগুড়ি সহ দেশের গর্ব। ওঁর পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক অনেক পুরনো। রিচার বাবা নকশালবাড়িতে বহুদিন কাটিয়ে গিয়েছেন। আমিও তাঁর কাছে একসময় ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছি। এখানে ক্রিকেটের প্রতি ছেলেমেয়েদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে মহিলাদের প্রতিভা তুলে ধরতে এখানে একটি স্টেডিয়াম যাতে করা যায়, তার উদ্যোগ নিয়েছি। কোচিং ক্যাম্প করার ব্যাপারেও আলোচনা করেছি। এসব নিয়ে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাব।