বাংলার বাড়ি প্রকল্পে মিলছে পাকা শৌচালয় তৈরির টাকাও
বর্তমান | ১৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাংলার বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর পাকা ছাদ-ই নয়, মিলছে পাকা শৌচালয় তৈরির টাকাও। শান্তিপুরে চিহ্নিত ১৮৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১২ হাজার টাকা অনুদান। মূলত কাঁচা শৌচালয়মুক্ত নির্মল ব্লক তৈরিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।
আবাস যোজনার টাকা দিতে প্রথম সার্ভে হয় ২০১৯ সালে। কিন্তু পরবর্তীতে সেই টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য দীর্ঘ টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকারই। বাংলার বাড়ি প্রকল্পে দু’কিস্তি মিলিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার। যার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাও কিছুদিনের মধ্যে ঢুকবে। নদীয়া জেলার শান্তিপুর ব্লকের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা প্রায় ৪ হাজার ২৩জন। পরবর্তীতে অবশ্য এই তালিকা থেকে বিভিন্ন কারণে বাদ যায় ১২২জন। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, আবাস যোজনার সার্ভে চলাকালীন ব্লক প্রশাসনের নজরে আসে, বহু পরিবারেই এখনও পাকা শৌচালয় নেই। তারা মাঠে-ঘাটে অরক্ষিত স্থানে, কিংবা অস্থায়ী শৌচালয়ে শৌচকর্ম করেই জীবনধারণ করছে। এরপরেই সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। ব্লকের কতগুলি বাড়িতে পাকা শৌচালয় নেই, তার তালিকা তৈরি করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়। এরকম ১৮৬টি পরিবার চিহ্নিত হয়েছে, যাদের পাকা শৌচালয়ের ব্যবস্থা নেই। শান্তিপুর ব্লক অফিস সূত্রের খবর, স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের আর্থিক অনুদানে সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা করে দেওয়া হবে। এই কাজে খরচ হবে প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা। আবাস যোজনার জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকায় ঘরের সঙ্গেই পাকা শৌচালয় তৈরি করে ফেলতে হবে পরিবারগুলিকে। সমস্ত কাজের শেষে পুনরায় সার্ভের সময়ে প্রাপ্ত টাকায় শৌচালয় তৈরি হয়েছে কি না, তা দেখাতে হবে। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া, হরিপুর, গয়েশপুর, ফুলিয়ার মতো একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই উপভোক্তারা।
শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন, আমরা নির্মল ব্লক গড়তে উদ্যোগী। আবাস যোজনার সার্ভের সময়েই দেখা গিয়েছিল ১৮৬টি পরিবারের পাকা শৌচালয় নেই। তাই আমরা স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের ২২ লক্ষ টাকা বরাদ্দ করেছি। এই টাকায় সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরি করে দেওয়া হবে।