• রাস্তার উপরই দাউদাউ করে জ্বলছে মারুতি ভ্যান, চাঞ্চল্য
    বর্তমান | ১৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার সকালে সিমলাপালের রাস্তায় একটি চারচাকা গাড়ি দাউদাউ করে জ্বলতে থাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এদিন সকাল ১০টা নাগাদ সিমলাপাল থানার বাদাগেরিয়ার জঙ্গলে এঘটনা ঘটে। ফলে সিমলাপাল থেকে পাঁচমুড়া যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।

    পুলিস জানিয়েছে, গাড়িটিতে দুধের কন্টেনার বহন করা হতো। গ্যাসে গাড়িটি চলত। সিলিন্ডার থেকে গ্যাস লিক করায় সেটিতে আগুন ধরে যায় বলে পুলিস ও দমকলের প্রাথমিক অনুমান। চালক কোনওমতে গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান। গাড়ির মালিক নিয়ম মেনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেন কিনা-তা পুলিস খতিয়ে দেখছে।

    বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, সিমলাপালে গ্যাস সিলিন্ডার লিক করায় গাড়িতে আগুন লেগেছিল। তবে কেউ হতাহত হননি। গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বেআইনি কিছু পেলে মামলা রুজু করা হবে।

    গাড়ির চালক সঞ্জয় হেমব্রম বলেন, আমি রোজ বাদাগেড়িয়া গ্রাম থেকে দুধ আনতে যাই। করাকানালি এলাকায় একটি মিষ্টির দোকানে সেই দুধ পৌঁছে দিই। এদিনও সকালে করাকানালি থেকে রওনা দিয়েছিলাম। সকাল ১০টা নাগাদ বাদাগেড়িয়া ও কৃষ্ণপুর গ্রামের মাঝে শালজঙ্গল ঘেরা রাস্তায় হঠাৎ গ্যাসের তীব্র গন্ধ নাকে আসে। কিছুক্ষণের মধ্যে গাড়ির পিছনের অংশে আগুন ধরে যায়। আমি কোনওরকমে গাড়িটি দাঁড় করিয়ে নেমে দৌড় দিই। ভয়ে প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলাম। পরে পুলিসের সঙ্গে কথা বলি। গাড়ির পিছনের আসনে কেউ থাকলে বাঁচানো যেত না। এলাকার বাসিন্দা ধনপতি রায় বলেন, দূর থেকে গাড়িতে আগুন জ্বলতে দেখে আমরা এসে পৌঁছই। প্রায় দেড়ঘণ্টা ধরে আগুন জ্বলে। আগুনের লেলিহান শিখায় রাস্তার পাশের শালগাছও পুড়ে যায়। আতঙ্কে সেসময় কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেননি। পুলিস ও দমকল এসে আগুন নেভালে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়িতে যদি সঠিক নিয়ম না মেনে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে, তবে পুলিসের ব্যবস্থা নেওয়া দরকার। এই গাড়ির পিছনের সিটে যাত্রী ছিল না। ভবিষ্যতে যাত্রীবাহী চারচাকা গাড়িতে আগুন লাগলে প্রাণহানির আশঙ্কা বেশি থাকবে।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)