• চলতি সপ্তাহে আদ্রা ডিভিশনে বাতিল বহু ট্রেন, ভোগান্তির শঙ্কা
    বর্তমান | ১৯ মে ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে চলতি সপ্তাহে যাত্রী পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। আজ, ১৯ মে সোমবার থেকে ২৫ মে রবিবার পর্যন্ত সাপ্তাহিক ব্লক রাখা হয়েছে। পাশাপাশি ২০ মে মঙ্গলবার চন্দ্রকোণা ও গড়বেতা রেলস্টেশনের মাঝে সাবওয়ের কাজ হবে। যার জন্য ডিভিশনে অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে প্রচুর যাত্রী অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা করা হয়েছে। এভাবে ট্রেন পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়ায় যাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।  

    রবিবার রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার এবং ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেন দু’টির পরিষেবা ১৯ থেকে ২৫ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়া ১৮০১৯/১৮০২০ ঝাড়্গ্রাম-ধানবাদ দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ১৯ এবং ২২ মে চলাচল করবে না। পাশাপাশি ৬৮০৫৬/৬৮০৬০ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ১৯ থেকে ২৫ মে আদ্রা পর্যন্ত চলাচল করবে।

    আদ্রা ডিভিশনে ২০ মে মঙ্গলবার স্বল্প উচ্চতার সব সাবওয়ের কাজ হবে। ওইদিন ডিভিশনের চন্দ্রকোণা ও গড়বেতা রেলস্টেশনের মাঝে সাবওয়ের কাজ হবে। যার জন্য ওইদিন ডিভিশনজুড়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ওইদিন ১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডি দৈনিক এক্সপ্রেস, ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাটিয়া দৈনিক এক্সপ্রেস, ৬৮০৯৬/ ৬৮০৯৫ বাঁকুড়া-ময়নাপুর প্যাসেঞ্জার এবং ৬৮১০২/৬৮১০১ আদ্রা-খড়গপুর মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

    পাশাপাশি ওইদিন ১৮০২৪/১৮০২৩ গোমো-খড়গপুর দৈনিক এক্সপ্রেস ট্রেনটি আদ্রা পর্যন্ত চলাচল করবেন। আদ্রা-খড়গপুরের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে। ৬৮০৮৯/৬৮০৯০ আদ্রা-মেদিনীপুর দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ওইদিন গড়বেতা পর্যন্ত চলবে। ওইদিন গড়বেতা-মেদনীপুরের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে। তবে, যাত্রীদের সুবিধায় বাকি ট্রেনগুলি নির্ধারিত সময়েই চলবে বলে জানিয়েছে রেল।

    নিত্যযাত্রী বনলতা মণ্ডল, অশোক মাহাত বলেন, কোভিডের পর থেকে গুরুত্বপূর্ণ আসানসোল-বোকারো ট্রেনের পরিষেবা বন্ধ রয়েছে। তিনবছর ধরে রেল উন্নয়নমূলক কাজ করার কথা বলে প্রায়ই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। মানুষের ট্রেন পরিষেবার উপর ভরসা উঠে গিয়েছে। তাই অনেকে বেশি টাকা খরচ করে বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য যতটা সম্ভব বেশি ট্রেন সচল রাখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)