• মোদীর কণ্ঠস্বর নকল করে দেশবিরোধী পোস্ট, ধৃত রেলের চতুর্থ শ্রেণির কর্মী
    বর্তমান | ১৯ মে ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে দেশবিরোধী ফেক ভিডিও পোস্ট করে পুলিসের হাতে ধরা পড়ল এক রেলকর্মী। ওই পোস্টে লেখা হয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময়ে প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।’ পোস্টে হাসির ইমোজি সহ পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও দেওয়া হয়েছে। ধৃত রেল কর্মীর নাম স্বপন শেখ ওরফে ইমারুল। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে আউশগ্রাম থানার পুলিস। রবিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন শেখ ওরফে ইমারুল আউশগ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা। রেলের চতুর্থ শ্রেণির কর্মী সে। বর্ধমানে কর্মরত ছিল। সে বর্ধমানে থাকলেও মাঝেমধ্যেই পিচকুড়ি গ্রামে আসত। শুক্রবার রাতে নিজের প্রোফাইলে ওই পোস্টটি করে সে। একদিন পরে বিতর্কিত পোস্ট ডিলিটও করে দেয় স্বপন। কিন্তু তার আগেই ওই পোস্ট এবং তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে সমাজ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও মন্তব্য বাড়ছে। ভুয়ো ছবি ও ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই ধরনের পোস্টের উপর নজরদারির জন্য তৈরি হয়েছে বিশেষ সাইবার সেল। পুলিস লাগাতার সচেতনতামূলক প্রচার করেও থামাতে পারছে না এ ধরনের পোস্ট। কাটোয়া, কালনা, আউশগ্রামে একের পর এক ব্যক্তি উস্কানিমূলক পোস্ট করার জন্য গ্রেপ্তার হচ্ছে। দেখা যাচ্ছে, ধৃতদের মধ্যে অধিকাংশই কেরলে গিয়েছিল কাজ করতে। সেখানেই পুলিসের সন্দেহ বাড়ছে। ধৃত প্রত্যেকের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে। ২০টির বেশি এমন উস্কানিমূলক মন্তব্য মুছে দিয়েছে জেলা পুলিস। কাটোয়া থানায় ইতিমধ্যেই তিনটি দেশবিরোধী মামলা রুজু করা হয়েছে। বার বার  সামাজিক মাধ্যমে এমন উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিসের পক্ষ থেকেও বার বার সতর্ক করা হয়েছে। তারপরেও এমন অভিযোগ উঠছে। আউশগ্রাম থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)