মায়ের মৃত্যুতে অবসাদ, রানিকুঠির পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
বর্তমান | ১৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবছর আগে মায়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই মাতৃশোকে গুমড়ে যাচ্ছিলেন রানিকুঠির এক যুবক। রবিবার সকালে রানিকুঠির পুকুর থেকে উদ্ধার হল সেই যুবকের দেহ। মৃতের নাম অভিক দে ওরফে সোনাই (৩০)। আজাদগড়ের বাসিন্দা ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নেতাজিনগর থানার পুলিস। যুবককে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরাও ঘটনাস্থলে যান। তাঁরাই পুকুর থেকে দেহটি উদ্ধার করেন। এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নেতাজিনগর থানা।
রবিবার সকাল সাড়ে আটটা নাগাদা ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা জানিয়েছেন, সোনাই অত্যন্ত ভালো ছেলে ছিলেন। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তাঁর বাবা অরূপকুমার দে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মচারী হিসেবে অবসর নেন। গতবছর তাঁর স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই পাড়ায় বিশেষ দেখা যেত না তাঁকে। মাঝেমধ্যেই অফিস থেকে ছুটিও নিতেন তিনি। সেই অবসাদ থেকেই পুকুরে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। স্থানীয়দের দাবি, মাসখানেক আগে অভিক দে’র পাশের বাড়িতে বসবাস করা এক যুবকও আত্মঘাতী হন। তিনিও রানিকুঠির ওই পুকুরে আত্মহত্যা করেন। পুলিস জানাচ্ছে, গত সাড়ে চার মাসে ওই পুকুরে ডুবে আত্মঘাতী হয়েছেন মোট চারজন। স্থানীয়দের বক্তব্য, কেন বারবার এই পুকুরেই হচ্ছে আত্মহত্যার ঘটনা? পুকুরটিকে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছে আমজনতা। - নিজস্ব চিত্র