বাইকে এসে প্রাতঃভ্রমণকারীর সোনার হার ছিনতাই লেকটাউনে
বর্তমান | ১৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাইকে করে এসে এক প্রাতঃভ্রমণকারী বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনতাই করল দুষ্কৃতীরা। শনিবার ঘটনাটি ঘটেছে লেকটাউনের ঘড়ির মোড় সংলগ্ন সার্ভিস রোডের উপর। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার বাড়ি বাগুইআটি থানার কেষ্টপুর এলাকায়। শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। কিছুদিন আগে তাঁর অপারেশন হয়েছিল। চিকিৎসকের পরামর্শে তিনি প্রাতঃভ্রমণ করছিলেন। ওইদিন তাঁর এক বান্ধবীর আসার কথা ছিল। কিন্তু, তিনি না আসায় ওই বৃদ্ধা একাই হাঁটছিলেন। সেই সময় আচমকা একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে হার ছিনতাই করে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্রই সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস তাঁদের ধাওয়া করে। যদিও দুষ্কৃতীদের ধরা যায়নি। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।