কলকাতা পুরসভার কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে এবার সবুজ ঝড়
বর্তমান | ১৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে সবুজ ঝড়! খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। রবিবার পার্ক সার্কাসের মর্ডান স্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায়, ২৩-০ আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
ক্ষমতায় আসার পর এই ১৪ বছরে নির্বাচনের মাধ্যমে সোসাইটি দখল করতে পারছিল না তৃণমূল। এমনকী, ৭০-এর দশকে, কংগ্রেস আমলেও এই কো-অপারেটিভ তখনকার শাসক দলের হাতে ছিল না। ২০০৮ সালে শেষবার নির্বাচন হয়েছিল। জয়লাভ করেছিল বামেরা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নানা কারণে নির্বাচিত বোর্ড ভেঙে যায়। মনোনীত কমিটি বোর্ড চালাচ্ছিল। এবার নির্বাচনের শুরুতে প্রহসনের অভিযোগ তুলে আদালতেও যায় বামেরা। তাদের দাবি ছিল, মনোনয়ন জমা করতে দিচ্ছে না শাসক দল। তখন আদালতের নির্দেশে অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়। আগেই ছ’টি আসনে মনোয়ন দিতে পেরেছিল বামেরা। অনলাইনে আর ছ’টি আসনের বেশি নমিনেশন ফাইল করতে পারেনি তারা। ফলে নির্বাচনের আগেই সোসাইটির মোট ২৩টি আসনের মধ্যে ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সবুজ শিবির। এদিন নির্বাচনে বাকি ১২টি আসনও রাজ্যের শাসক দলের হাত এসেছে।
পুরসভায় তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ফলাফলে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে গর্বের দিন। এই সোসাইটি এত বছর ধরে বামেরা দখলে রেখেছিল। এই প্রথম নির্বাচনের মাধ্যমে তৃণমূল কো-অপারেটিভ হাতে পেল।’ যদিও বামেদের অভিযোগ, পুলিসের মদতে পোলিং স্টেশন দখল করে এই ভোটেও ছাপ্পা মেরেছে তৃণমূল। শোভনদেববাবু বলেন, ‘ওদের নমিনেশন ফাইল করার লোক পর্যন্ত নেই। মিথ্যা অভিযোগ তুলে আদালতে গিয়েছিল। আদালতের নির্দেশমতো সবকিছু হয়েছে। অনলাইনেও ওরা ছ’টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি।’