নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটু বৃষ্টি হলেই জল জমে যায়। পুরনো ভূগর্ভস্থ নিকাশিনালার বেহাল দশা। এই পরিস্থিতিতে বোসপুকুর, নিউ বালিগঞ্জ অঞ্চলে নিকাশি ব্যবস্থার মানোন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রায় দেড় কোটি টাকা খরচ করে নতুন বড় পাইপলাইন বসানোর কাজ চলছে। ফলে আসন্ন বর্ষায় এই এলাকার বাসিন্দাদের জমা জলের ভোগান্তি পোহাতে হবে না বলেই আশাবাদী পুর কর্তৃপক্ষ।
বোসপুকুর, নিউ বালিগঞ্জ অঞ্চলে পরপর রয়েছে অভিজাত বহুতল আবাসন। এই এলাকায় ১৭/১, বোসপুকুর রোড থেকে ৪২, নিউ বালিগঞ্জ রোড পর্যন্ত অংশের নিকাশি পরিকাঠামো নতুন করে তৈরি হচ্ছে। প্রায় দেড় কিলোমিটার অংশে বসানো হচ্ছে নতুন পাইপলাইন। যে অংশে নিকাশি মানোন্নয়নের কাজ চলছে, সেখানে ১৫০ থেকে ২০০টি ছোট-বড় বহুতল রয়েছে। স্থানীয় বাসিন্দা পঙ্কজ বসু বলেন, ‘সমস্যা দীর্ঘদিনের। একটু বৃষ্টিতেই বিভিন্ন রাস্তায় জল থই থই পরিস্থিতি হয়। এখন কাজ শুরু হয়েছে। আশা করছি, বর্ষার আগেই কাজ শেষ হয়ে যাবে। এবছর আর ভোগান্তি হবে না বলেই মনে হয়।’ স্থানীয় ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজনলাল মুখোপাধ্যায় বলেন, ‘এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। বহু পুরনো পাইপলাইনের জায়গায় নতুন পাইপলাইন বসানো হচ্ছে। ফলে নিকাশির জল বহনের ক্ষমতা অনেকটাই বাড়বে। রাস্তায় দীর্ঘক্ষণ জল জমে থাকবে না।’ নিকাশির কাজ শেষ হয়ে গেলে দ্রুত রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। কলকাতা পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, প্রায় দেড় কিলোমিটার রাস্তার নীচে বড় সাইজের নিকাশি পাইপলাইন বসানো হচ্ছে।