• সংগঠন শক্তিশালী কোন পন্থায়, উত্তর খুঁজছে কলকাতা তৃণমূল
    বর্তমান | ১৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠন নিয়ে এখন হরেক অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। দলের তরফে কোর কমিটি তৈরি করে দেওয়ার পর থেকে তৃণমূলের অভ্যন্তরে ‘উত্তর’ খোঁজার চেষ্টা চলছে, আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে কী ধরনের পদক্ষেপ করা হবে। সেক্ষেত্রে কেউ বলছেন, কোনোভাবেই ঈর্ষা নয়। আবার কারও বক্তব্য, শীঘ্রই হোক কোর কমিটির বৈঠক। বাকি সদস্যদেরও এক মত, সকলকে সঙ্গে নিয়ে সংগঠন বিস্তারই হোক মূল লক্ষ্য। সংগঠনকে নয়া রূপ দিতে উত্তর কলকাতার তৃণমূল ব্রিগেড কী ‘উত্তর’ বের করে, সেটাই এখন দেখার।

    গত শুক্রবার দলের সংগঠনে বড়সড় রদবদল করেছে তৃণমূল। এই তালিকায় উল্লেখযোগ্য বিষয়, উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনে কোনও সভাপতি রাখা হয়নি। জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আর সংগঠন পরিচালনার জন্য তৃণমূলের তরফে গড়ে দেওয়া হয়েছে নয় সদস্যের একটি কোর কমিটি। তৃণমূলের অভ্যন্তরে বিস্তর আলোচনা চলছে, এই কোর কমিটি তৈরির প্রয়োজনীয়তা পড়ল কেন? দক্ষিণ কলকাতায় যেখানে তৃণমূলের ঐক্যবদ্ধ ছবি বারবার সামনে আসছে, সেখানে উত্তর কলকাতা খানিকটা যেন বিচ্ছিন্ন। দক্ষিণ কলকাতায় প্রায়ই মিটিং, মিছিল, দলীয় বৈঠক হয়, যেখানে সব নেতাই উপস্থিত থাকেন। সেখানে উত্তর কলকাতা একটু ছন্নছাড়া। নেতারা এককভাবে না-হলে শাখা সংগঠনগুলি আলাদাভাবে কর্মসূচি করে। উত্তর কলকাতা তৃণমূলের ব্যানারে কোনও কর্মসূচি হচ্ছে, এমনটা সচরাচর দেখতে পাওয়া যায় না। তাছাড়া একাধিকবার দেখা গিয়েছে, উত্তর কলকাতায় তৃণমূল নেতাদের মধ্যে বিরোধ সামনে এসেছে। একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করছেন, তা বহুবার ঘটেছে। এই অবস্থায় কোর কমিটি তৈরি করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এটা বুঝিয়ে দিয়েছেন, কোনও একক সিদ্ধান্ত নয়, সকলের সংবলিত প্রচেষ্টার মধ্যে দিয়েই সংগঠনকে শক্তিশালী করতে হবে। রাজ্যের মন্ত্রী উত্তর কলকাতা তৃণমূলের কোর কমিটির সদস্য শশী পাঁজা বলেন, আমাদের পাখির চোখ ২০২৬। ফলে কোনও হিংসা, ঈর্ষা নয়। দল আছে বলেই আমরা আছি। তাই কোর কমিটি সকলে নিয়ে, প্রত্যেককে সম্মান দিয়ে এগবে। 

    এটা দেখা গিয়েছে, বীরভূম জেলায় কোর কমিটি রবিবারই বৈঠক করে বেশকিছু কর্মসূচি নিয়েছে। এবার উত্তর কলকাতা তৃণমূলের কোর কমিটির বৈঠক কবে হবে, তা নিয়ে চর্চা তুঙ্গে। কোর কমিটির সদস্য তথা বিধায়ক স্বর্ণকমল সাহা বলেন, মাসে দুটি করে কোর কমিটির বৈঠক করার কথা। ফলে প্রথম বৈঠক শীঘ্রই হোক। এছাড়াও কোর কমিটির সদস্য জীবন সাহা, স্বপন সমাদ্দারও জানিয়েছেন, নিশ্চয় কোর কমিটির বৈঠক হবে।

    রাজনীতির কারবারিদের খবর, উত্তর কলকাতার দিকে বিজেপির বরাবর বাড়তি নজর রয়েছে। এই তামাম অঞ্চলের বেশ কয়েকটি পকেটে বিজেপি শক্তিশালী। ফলে সেই অবস্থায় উত্তর কলকাতার সাতটি বিধানসভা আসনেই কীভাবে জোড়াফুলের পতাকা উড্ডীন রাখা যায়, তারই উত্তর খোঁজার চেষ্টা করবে তৃণমূল।
  • Link to this news (বর্তমান)