নিজস্ব প্রতিনিধি, বারাসত: দ্রুত পরিষেবা দিতে অভিনব উদ্যোগ নিলেন বারাসতের এক তৃণমূল কাউন্সিলার। তাঁর উদ্যোগে রবিবার বিকেলে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ‘হ্যালো কাউন্সিলার’ নামে একটি অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় প্রমুখ। এদিন ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে বিধায়ক তহবিলের পাঁচ লক্ষ টাকায় একটি হাইমাস্ট লাইটের উদ্বোধন হয়। পাশাপাশি চালু হল সেলফি জোন। কাউন্সিলার সুমিত সাহা বলেন, পরিষেবা দ্রুত পৌঁছে দিতে হ্যালো কাউন্সিলার অ্যাপ চালু করা হল। আমরা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে এই অ্যাপ ‘ইন্সটল’ করে দেব।