রণজয় সিংহ: তৃণমূল বাড়ির কাছে বিজেপির পার্টি অফিস। সেই সূত্রে আলাপ, প্রেম। শেষে বিজেপি নেতার সঙ্গেই পালালেন তৃণমূলকর্মীর স্ত্রী! ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।
স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুরে কৈলাস নগর এলাকায় বাসিন্দা ওই তৃণমূলকর্মী। পেশায় তিনি টোটোচালক। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। কিন্তু দিন কয়েক আগে হঠাত্-ই উধাও হয়ে যান ওই তৃণমূলকর্মীর স্ত্রী। কোথায় গেলেন? হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। পরে জানা যায়, বিজেপি কর্মীর সঙ্গেই পালিয়েছেন তৃণমূলকর্মীর স্ত্রী! ঘটনায় রীতিমতো হতবাক ওই তৃণমূলকর্মী ও তাঁর পরিবারের লোকেরা। স্ত্রী যে এমন কাজ করতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন ওই তৃণমূলকর্মী।
বেশ কয়েক বছর আগে ফেসবুকে তৃণমূলকর্মীর সঙ্গে আলাপ হয়েছিল ওই তরুণীর। সেই আলাপই গড়িয়েছিল প্রেমে। এরপর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাঁদের। এদিকে বিজেপি নেতাও বিবাহিত। তাঁরও সন্তান রয়েছে। ফলে বিপাকে পড়েছে বিজেপি নেতার পরিবারও। ওই তৃণমূলের বাড়ি থেকে বিজেপি পার্টি অফিসের দূরত্ব মেরেকেটে ১০০ মিটার। পার্টি অফিসে যাতায়াত ছিল বিজেপি নেতার। সেই তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে বিজেপির নেতার। অথচ স্বামী কিছুই টের পাননি।