• প্রকাশ্যেই দিলীপ ঘোষের সমালোচনা খড়্গপুরের বিধায়কের, রেল বাংলোয় থাকা নিয়েও খোঁচা
    এই সময় | ১৯ মে ২০২৫
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই গিয়েছিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সেই সফর নিয়ে জলঘোলা কম হয়নি। এ বার তাঁকেই পড়তে হলো   খড়্গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণর সমালোচনার মুখে। কী কারণে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে ‘ নির্দোষ এবং নিষ্কলঙ্ক’ বলে মন্তব্য করেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন হিরন। এমনকী রেল বাংলোতে দিলীপ ঘোষের থাকা নিয়েও তাঁকে খোঁচা দিতে ছাড়েননি খড়্গপুরের বিজেপির বিধায়ক।

    উল্লেখ্য, রবিবারই, খড়্গপুরে একটি কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অপারেশন সিঁদুর অভিযানের সময়ে পাকিস্তানের সেনার হামলায় নিহত ভারতীয় সেনা এবং জওয়ানদের শ্রদ্ধা জানাতে মিছিল করেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। ওই মিছিলে আমন্ত্রণ জানানো হয়নি খড়্গপুরের বর্তমান বিধায়ক তথা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায়কে।

    রবিবার রাতেই সাংবাদিক বৈঠক করে হিরণ জানান, দিলীপ ঘোষের মিছিল সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি। তাঁর দাবি দলের জেলা সভাপতি হয়তো মনে করেছেন এলাকার বিধায়কের কোনও গুরুত্ব নেই! তাই তাঁকে কিছু জানানো হয়নি।

    তার পরেই তিনি সমালোচনা করেন দিলীপ ঘোষের। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ নির্দোষ এবং নিষ্কলঙ্ক’ বলে মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার পরেই তিনি গিয়েছিলেন দিঘার জগন্নাথ মন্দিরে। হিরণে দাবি, দিলীপ ঘোষ এটাকে সৌজন্য বলছেন । তবে, মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপের সৌজন্য মাঠে-ঘাটে কাজ করা বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে আঘাত হানছে বলে মনে করেন তিনি।

    এ দিকে, বিধায়ক এবং সাংসদ হিসেবে থাকার সময়েও খড়্গপুরের রেল বাংলোতে থাকতেন দিলীপ ঘোষ। এখনও তিনি সেখানেই থাকেন। এই নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এ বার এই নিয়ে প্রশ্ন তুললেন হিরণ-ও। তাঁর দাবি, খড়্গপুরের প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের প্রয়াত নেতা, জ্ঞান সিং সোহনপাল-ও রেল বাংলোতে থাকতেন। একই কাজ করেছেন দিলীপ ঘোষ-ও। কেন রেলের সম্পত্তি এই ভাবে ব্যবহার করা হবে তা নিয়েও ওই সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলেছেন হিরণ।

  • Link to this news (এই সময়)